বাংলা নিউজ > বায়োস্কোপ > Haami 2 Teaser: শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি! বার বার পেশা বদল করে অতিষ্ট ‘হামি ২’-র লাল্টু

Haami 2 Teaser: শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি! বার বার পেশা বদল করে অতিষ্ট ‘হামি ২’-র লাল্টু

লাল্টুরূপী শিবপ্রসাদ

Haami 2 Teaser: ‘হামি ২’-এ লাল্টু বাবুকে দেখা যাবে নতুন পদবী এবং নতুন পেশায়। ছবিতে তাঁর চরিত্র সম্পূর্ণ কমেডিতে মোড়া। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘হামি ২’। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।

বিশ্বকর্মা পুজোর দিন আকাশে উড়িয়েছিলেন 'হামি'-র ঘুড়ি। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘হামি ২’-এর সফর শুরু হয়েছিল এ দিন থেকে। ঘোষণার পর থেকে সিনেমাপ্রেমীরা ছবির জন্য় দিন গুনছেন। দুষ্টুমি, একটু খুনসুটি, আর অনেকটা মজা নিয়ে হাজির হবে উইনডোজ প্রোডাকশন হাউস। প্রকাশ্যে এসেছে ‘হামি ২’-এর প্রথম ঝলক।

রূপোলি পর্দায় ফিরছে লাল্টু ও মিতালির জুটি। ‘হামি ২’-এ লাল্টু বাবুকে দেখা যাবে নতুন পদবী এবং নতুন পেশায়। ছোটবেলা থেকে তাঁর শখ ছিল পেশায় শিক্ষক হবেন। তবে এখন তিনি ওষুদের দোকান চালান। তাঁর চরিত্র সম্পূর্ণ কমেডিতে মোড়া। এরপর কখনও ফার্নিচার তো কখনও কমোড বিক্রি করতে দেখা গিয়েছে তাঁকে। টিজারে গার্গীর মুখে সংলাপ, 'তোমার থেকে যাদের কম নম্বর তাঁরা স্কুল শিক্ষকের চাকরি পেয়ে গেল আর তুমি পেলে না!' আরও পড়ুন: Sampriti Poddar: অভিনয়কে বিদায় জানালেন ‘ফিরকি’ নায়িকা, কারণ শুনলে চমকে উঠবেন

সম্পূর্ণ পারিবারিক এবং ছোটদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই ছবি। বক্স অফিসে 'হামি' দুরন্ত সাফল্য পাওয়ার পর থেকেই রব উঠেছিল 'হামি ২'-এর। গত বছরই জানানো হয়েছিল 'হামি ২'-এর শ্যুটিংয়ের তোড়জোড় শুরু হয়েছে। এমনকী ছবির পোস্টারও প্রকাশ করা হয়েছিল। তবে করোনা অতিমারির ফলে সেসব পরিকল্পনা ভেস্তে যায়। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘হামি ২’।

 

বন্ধ করুন