প্রয়াত ‘গাল্লি বয়’ খ্য়াত র্যাপার ধর্মেশ পারমার ওরফে এমসি তোড় ফোড় (MC Tod Fod)। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। মুম্বইয়ের বহুভাষী হিপ-হপ দল 'স্বদেশী'র সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেশ। ঠিক কী করণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।
জোয়া আখতার পরিচালিত ও রণবীর সিং অভিনীত 'গাল্লি বয়’ ছবির 'ইন্ডিয়া ৯১' গানে কণ্ঠ দিয়েছিলেন ধর্মেশ। গুজরাটি ভাষায় র্যাপ করার স্টাইল তাঁকে আরও জনপ্রিয় ও সবার থেকে আলাদা করেছিল। ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকেই তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হয়। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদীরা।
দৈনিক ভাস্করকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেশ পারমার ওরফে এমসি তোড় ফোড়-এর মা জানিয়েছেন, ‘এর আগে ধর্মেশের দুবার হৃদয়ঘটিত সমস্যা (হার্ট অ্যাটাক) হয়েছিল। বন্ধুদের সঙ্গে লাদাখ ভ্রমণে গিয়েছিল সে। সেখানেই চার মাস আগে প্রথম হার্ট অ্যাটাক হয় তাঁর। আমরা সেই ঘটনা সম্পর্কে জানতে পারি যখন কয়েক মাস আগে বাড়িতে তাঁর দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়। ধর্মেশের হার্টে একটি সার্জারিও হয়েছিল। কিন্তু ও কখনওই বিশ্রাম নিত না। নিজের জীবনের থেকেও বেশি কাজ এবং মিউজিকের জন্য পাগল ছিল ও। আমার ছেলে চলে গিয়েছে। ওকে বাঁচানোর জন্য কোনও চেষ্টা করাই সম্ভব হল না!’
তিনি আরও বলেছেন, ‘হয়তো ও বুঝতে পেরেছিল আর বাড়ি ফিরে আসতে পারবে না। হোলির ঠিক এক দিন আগে ও রাখিবন্ধন পালন করেছিল (নাসিকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে)। ওর দুটো ছোট বোনও আছে। জানিনা ওর মনের মধ্যে কী ছিল। শুধু বোন নয়, কাকার মেয়েদের সঙ্গেও রাখি উদযাপন করেছিল।’
সোমবার দুপুর ২টো নাগাদ দাদারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্রের খবর, রবিবার অর্থাৎ ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেশ পারমার। তাঁর মৃত্যুর দু'দিন পর খবর প্রকাশ্যে এসেছে।