Hansika Motwani: রবিবার জয়পুরে রাজকীয় বিয়ের পর্ব সেরেছেন হনসিকা মোতওয়ানি। প্রথম ছবি শেয়ার করলেন নতুন বউ। থাকল বরের জন্য বিশেষ বার্তা।
1/8গত কয়েকদিন ধরে অভিনেত্রী হনসিকা মোতওয়ানির বিয়ে নিয়ে কমচর্চা হয়নি নেটপাড়ায়। রবিবার রাজস্থানের জয়পুরে ব্যবসায়ী সাহিল কাঠুরিয়ার সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী ছবির এই লিডিং লেডি। (ইনস্টাগ্রাম)
2/8জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বেঁধেছেন হনসিকা-সাহিল। বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন ‘কোই মিল গায়া’র মিষ্টি শিশুশিল্পী। সোহেলের শেরওয়ানি ছিল আইভরি কালারের। সিন্ধি রীতিতে বিয়ের পর্ব মেটে। (ইনস্টাগ্রাম)
3/8বিয়ের পর ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করলেন নতুন কনে। দু-হাত রাঙানো মেহেন্দিতে। হাতে ঝলমল করছে চূড়া। (ইনস্টাগ্রাম)
4/8এই ছবির হাইলাইট হনসিকার বাঁ হাতের হিরের আংটি। ভালোবাসার শহর প্যারিসে লাখ লাখ টাকা মূল্যের এই আংটি পরিয়েই হনসিকাকে চিরকালের জন্য় আপন করে নিয়েছেন সোহেল। (ইনস্টাগ্রাম)
5/8এই ছবির সঙ্গে কোনও ক্য়াপশন নয়, কেবল নিজের স্বামীকে ট্যাগ করেন হনসিকা আর জুড়ে দেন একটি লাল হৃদয়ের ইমোজি। গ্রিসে ব্যাচেলার পার্টি সেরে মুম্বইয়ে ‘মাতা কি চৌকি’ আয়োজন করেছিলেন হনসিকা। এরপর বিয়ের অনুষ্ঠানের জন্য জয়পুরে উড়ে যান নায়িকা। (ইনস্টাগ্রাম)
6/8জয়পুরের দুর্গেই বসেছিল হনসিকা-সোহেলের মেহেন্দি, সঙ্গীত এবং গায়ে হলুদের অনুষ্ঠান। হনসিকার এটা প্রথম বিয়ে হলেও, সোহেল দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন। (ইনস্টাগ্রাম)
7/8সোহেল-হনসিকার পারিবারিক বন্ধুত্ব বহুদিনের, হনসিকার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পার্টনারও সোহেল। উল্লেখ্য, সোহেলের প্রথম বিয়েতে শামিল হয়েছিলেন হনসিকা। (ইনস্টাগ্রাম)
8/8বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন হনসিকা? অভিনেত্রী জানিয়েছেন ৬ই ডিসেম্বর শ্যুটিং সেটে ফিরছেন তিনি। কাজ গুছিয়ে বছর শেষে মধুচন্দ্রিমায় যাবেন। বরের সঙ্গে নর্দান লাইটস দেখবেন হনসিকা। (ইনস্টাগ্রাম)