বাংলা নিউজ > বায়োস্কোপ > Hanuman Teaser Out: ফের কটাক্ষের শিকার আদিপুরুষ, বাহবা পেল 'হনুমান' টিজার

Hanuman Teaser Out: ফের কটাক্ষের শিকার আদিপুরুষ, বাহবা পেল 'হনুমান' টিজার

'হনুমান' এর টিজার মুক্তি পেল

HanuMan Teaser Out: লো বাজেট ছবি 'হনুমান' এর টিজার মুক্তি পেতেই সেই ছবির সঙ্গে আদিপুরুষ ছবির ভিএফএক্সের তুলনা শুরু। দেখুন।

নতুন তেলেগু ছবি হনুমান এর টিজার প্রকাশ্যে এসেছে। এই ছবিতে হনুমানকে সুপারহিরোর চরিত্রে দেখানো হবে। ছবির টিজার প্রকাশ্যে আসার পর ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গিয়েছে। এই ছবিতে দেখা যাবে, একটি যুবকের গল্প, যাঁকে সকলে হনুমানের অবতার বলে মনে করে। এখানে যে ভিএফএক্স দেখানো হয়েছে সেটা দর্শকদের নজর কেড়েছে। সকলেই সেটার প্রশংসা করছেন। অনেকের মতেই আদিপুরুষ ছবির তুলনায় নাকি এই ছবির ভিএফএক্স যদিও সইফের ছবির বাজেট অনেক বেশি। 

হনুমান ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তেজা সজ্জা।ভগবান হনুমানের অবতারের চরিত্রে তিনি এই ছবিতে অভিনয় করছেন। খারাপ মানুষদের হাওয়ার তুলে উড়িয়ে দিচ্ছেন, অনায়াসে আকাশে উড়ে যাচ্ছেন, চোখ টেনেছে এই ছবির স্পেশ্যাল এফেক্টস। 

এই ছবির পরিচালক হলেন প্রশান্ত ভার্মা। তিনি টুইটারের মাধ্যমে হনুমানের টিজার ভিডিয়ো প্রকাশ্যে আনেন। এই ছবিতে তেজা সজ্জা ছাড়াও বরালক্ষ্মী সরথ কুমার, অমৃতাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।

এই ছবির টিজারে অনেকেই কমেন্ট করে তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতে, এই ছবির দৃষ্টিভঙ্গি এবং ভিএফএক্স আদিপুরুষ ছবির তুলনায় অনেক ভালো। প্রভাস অভিনীত আদিপুরুষ ছবিটি নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিল তার খারাপ এবং নিম্নমানের ভিএফএক্সের কারণে। এক ব্যক্তি কমেন্টে লেখেন, 'গুণগত মান এবং ভিএফএক্স দুই দারুন।' আরেকজন লেখেন, 'গোটা ভারতের মধ্যে সাম্প্রতিককালের সেরা টিজার।' একজন টুইট করে লেখেন, হনুমানের টিজার আদিপুরুষ ছবির তুলনায় ২০০% ভালো হয়েছে।

একটি টুইটে এক ব্যক্তি লেখেন, 'সত্যি বলতে, হনুমানের টিজার আদিপুরুষ ছবির তুলনায় হাজার হাজার গুণ ভালো। প্রশান্ত ভার্মা অল্প বাজেটেও দুর্দান্ত কাজ করে দেখালেন। প্রণাম নেবেন স্যার।'

এই ছবির পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা, অভিনয়ে থাকবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তেলেগু অভিনেতা তেজা সজ্জা। এই ছবিটি হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে। জানা গিয়েছে এই ছবির আরও একাধিক ভাগ আগামীদিনে মুক্তি পাবে।

বন্ধ করুন