অঞ্জন দত্তের পারিবারিক সিনেমা থেকে শুরু করে করন জোহরের সিনেমা, সর্বত্র সমানভাবে নিজেকে বারবার যিনি প্রমাণ করেছেন তিনি হলেন টোটা রায়চৌধুরী। যদিও ইন্ডাস্ট্রিতে উপযুক্ত সম্মান না পাওয়ার আক্ষেপ তাঁর মুখে বহুবার শোনা গেছে, কিন্তু তারপরেও শিল্পকে ভালোবেসে তিনি বারবার ফিরে এসেছেন সিনেমার পর্দায়।
সিনেমার পর্দায় নিজেকে যেভাবে তিনি সফলতার সঙ্গে মিলে ধরেছেন ঠিক সেই ভাবেই স্ত্রী শর্মিলী রায়চৌধুরীর সঙ্গে সফলভাবে কাটিয়ে দিলেন ২৫ বছর। যেখানে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে সেখানে রীতিমতো একজন আদর্শ পুরুষের মতো সংসার সামলাচ্ছেন তিনি।
আরও পড়ুন: নতুন কেস সলভ করতে প্রস্তুত শিবানী শিবাজী রাও! কবে আসছে রানির মর্দানি ৩?
আরও পড়ুন: ‘মেয়ে সব থেকে বেশি বকে, আমি সর্বেসর্বা মনোভাব আমার চার সন্তানের নেই’, অকপট মিঠুন
টোটার সহধর্মিনী শর্মিলী তারকা না হলেও তিনি একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ইউজার। নিয়ম করে বিভিন্ন জায়গায় ঘোরার ছবি আপলোড করেন তিনি। স্বামীর সঙ্গে শুধু নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও আপলোড করেন টোটা ঘরণী। কখনও যান ইকোপার্ক কখনও আবার ঘুরে আসেন লেডিস ক্লাবে।
এবার টোটা নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে সহধর্মিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে তিনি কোনও রেস্তোরায় বসে রয়েছেন। দুজনের হাতেই রয়েছে কফি মগ।
ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী। তুমি ছিলে তাই ২৫ বছর ধরে নানান ধরনের প্রতিঘাত, ঝড় ঝাপটা, বিপদসংকুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব এবং প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি, ভালোবাসা। ২৫ বছর বিবাহ বার্ষিকীর প্রাণ খোলা শুভেচ্ছা এবং হৃদয় নিঃসৃত ভালোবাসা নিও।
আরও পড়ুন: ‘ও আমায় পাত্তা দিত না’, তাহলে কীভাবে শুরু হয়েছিল ববি এবং তানিয়ার প্রেম?
আরও পড়ুন: 'তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা', কেবল বিয়েতে উপস্থিত থাকা নয়, প্রাক্তন স্বামীর মেয়ের জন্য আবেগঘন বার্তা কালকির
প্রসঙ্গত, ফেলুদার গোয়েন্দাগিরি থেকে শুরু করে চোখের বালি, টোটার অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। তবে সব থেকে বেশি মুগ্ধ করেছে তাঁর নাচ। রকি ওর রানী কি প্রেম কাহিনী সিনেমায় টোটার নাচ দেখে রীতিমতো হতবাক হয়ে যান দর্শকরা। কোনও চটুল নাচ নয় বরং একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীর মতো তিনি যেভাবে নাচ করে দেখিয়েছেন সিনেমার পর্দায়, তারপর স্বাভাবিকভাবেই বাঙালি শিল্পীদের নিয়ে উপহাস করার দুঃসাহস হয়ত কেউ দেখাবে না।