হৃতিক রোশনের জন্য এটি উদযাপনেরসপ্তাহ। অভিনেতা ১০ জানুয়ারি ৫১ বছরে পা দিলেন। আর এই বিশেষ দিনেই পুণরায় মুক্তি পেল ২০০০ সালে রিলিজ হওয়া তাঁর প্রথম সিনেমা 'কহো না প্যায়ার হ্যায়'। মুক্তির ২৫ বছর পর ফের হলে আমিশা-হৃতিক জুটি।
হৃতিকের প্রাক্তন স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার সুজন খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে জানালেন শুভেচ্ছা। হৃতিক, তাঁর প্রেমিক আলি গোনি, তাঁর ভাই জায়েদ খান এবং হৃতিকের বান্ধবী সাবা আজাদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, 'হ্যাপি হ্যাপি বার্থডে Rye... এবং KNPH-এর ২৫ বছরের জন্য বিশাল উদযাপন (লাল হৃদয়, হাত জোড় করা, প্রার্থনা করা, প্রণাম করা এবং মন্দ চোখের ইমোজি) এবং আমি জানি আপনার প্রতিভা এবং ব্যক্তিত্বের সেরার সবে শুরুয়াত হল ..."
কহো না প্যায়ার হ্যায়' ছবিতে হৃতিকের প্রথম সহ-অভিনেত্রী আমিশা প্যাটেলও ২০০০ সালে হৃতিকের সঙ্গে তোলা তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে @hrithikroshan এবং আমাদের ছবির ২৫ বছর। কহো না... প্যায়ার হ্যায় !! দ্বৈত উদযাপন! এই ছবিটা আমার বাড়িতে তোলা আর এত মিষ্টি স্মৃতি ফিরিয়ে আনে !! কী সুন্দর জার্নি!! আপনাকে অনেক ভালোবাসা।’
রাকেশ রোশন
হৃতিকের বাবা এবং প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনও তার এক্স হ্যান্ডেলে হৃতিকের শৈশবের কয়েকটি মিষ্টি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘ডুগ্গু শুভ জন্মদিন এবং হাসতে থাকো এভাবেই। অনেক ভালোবাসা (লাল হৃদয়ের ইমোজি)।’
অনিল কাপুর
যিনি গত বছর সিদ্ধার্থ আনন্দের এরিয়াল অ্যাকশন এন্টারটেইনার ফাইটার-এ হৃতিকের সঙ্গে অভিনয় করেছিলেন, তিনি তার এক্স হ্যান্ডেলেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটি ২০১৮ সালের এবং অপরটি ১৯৯২ সালের রোমান্টিক কমেডি খেল-এর সেটের। যেখানে অনিল প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এবং হৃতিক একজন ইন্টার্ন হিসাবে ছিলেন। ক্যাপশনে অনিল লিখেছেন, ‘খেল-এ ইন্টার্ন হিসেবে কাজ শুরু করা থেকে দেশের অন্যতম বড় তারকা হয়ে ওঠা, ২৫ বছরের স্টারডম (ফিস্ট বাম্প ইমোজি)। শুভ জন্মদিন, @iHrithik! জ্বলজ্বল করতে থাকো!’
হৃতিককে আগামীতে তাঁর পরিবারের ইতিহাস সন্ধানকারী ডকুসিরিজ দ্য রোশনস-এ দেখা যাবে, যা ১৭ জানুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাবে। বড় পর্দায় তিনি আগামীতে 'ওয়ার টু' ছবিতে অভিনয় করবেন।