এই খুদে এখন সুন্দরী তরুণী। সোমবার ছিল জন্মদিন। কাপুর খানদান থেকে বলিউডে নিজের জায়গা গড়েছেন। পারলেন চিনত?
1/5এই গোলুমোলু, টাকলু বাচ্চাটি এখন ২৬ বছরের তরুণী। চুটিয়ে কাজ করছেন বলিউডে। নতুন প্রজন্মের অন্যতম হট নায়িকা বললেও ভুল হয় না। পারলেন চিনত? ইনি কাপুর পরিবারের সন্তান। বাবা বিখ্যাত প্রযোজক, আর অভিনেত্রী মা-কে দেখে তো একসময় ঘুম উড়ত লাখ লাখ পুরুষের।
2/5ঠিকই ধরেছেন, এই ছবি অভিনেত্রী জাহ্নবী কাপুরের খুদে বয়সের। বনি ও শ্রীদেবী কাপুরের বড় সন্তান। খুশি কাপুরের দিদি। ২০১৮ সালে ধড়ক ছবি দিয়ে পা রেখেছেন বলিউডে।
3/5মা-বাবার বড়ই আদরের তিনি। যদিও পাঁচ বছর আগে মা-কে হারিয়েছেন। জাহ্নবীর জন্মদিনের মাত্র ১০ দিন আগে দুবাইয়ের এক হোটেলের বাথটবে ডুবে মারা যান তিনি। মা চলে যাওয়ার মাসকয়েক পরেই মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা। চর্চায় থাকেন তিনি বরাবরই। কখনও ছবির জন্য, তো কখনও আবার ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে।
4/5জাহ্নবীকে শেষ দেখা গিয়েছে ২০২২ সালে মিলি ছবিতে। যা বক্স অফিসে ১২৭ কোটির ব্যবসা করেছে। এরপর তাঁকে দেখা যাবে বাওয়াল আর মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমায়।
5/5দিনকয়েক আগেই এই ছবিটি শেয়ার করে জাহ্নবী ইনস্টাগ্রামে শ্রীদেবীকে নিয়ে লিখেছিলেন, ‘আমি এখনও তোমাকে সব জায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি- তা তোমার সঙ্গেই শুরু এবং তোমার সঙ্গেই শেষ হয়।’