বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Jeetu Kamal: শ্রাবন্তী জন্মদিনের শুভেচ্ছা জানাতেই জিতুর ‘মুখ-জুড়ে’ ভালোবাসা! এখনও চুপ নবনীতা

Happy Birthday Jeetu Kamal: শ্রাবন্তী জন্মদিনের শুভেচ্ছা জানাতেই জিতুর ‘মুখ-জুড়ে’ ভালোবাসা! এখনও চুপ নবনীতা

জিতুকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী।

জিতুর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে অনুরাগীরা। বিশেষ পোস্ট এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে। কিন্তু সকাল থেকেই চুপ নবনীতা। 

জিতু কমলের জন্মদিন সোমবার ২৮ মার্চ। তবে এই বিশেষ দিনটায় একটাও শুভেচ্ছা এল না নবনীতার থেকে। অনেকেরই আশা ছিল, বরকে (আইনত এখনও হয়নি বিচ্ছেদ) হয়তো জন্মদিনে শুভেচ্ছা জানাবেন বিয়ের ফুল-অভিনেত্রী। তবে সকলকে অবাক করে নবনীতার সোশ্যাল মিডিয়ায় ‘উইকেন্ড ভাইব’। নিজের মতো করেই সপ্তাহান্তের ছুটি কাটাতে ব্যস্ত।

জিতুর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে অনুরাগীরা। বিশেষ পোস্ট এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে। নবনীতা, ডিভোর্সের ঘোষণা করতেই নেটপাড়ার অনেকেই সেই সময় এই বিচ্ছেদের জন্য দুষেছিলেন শ্রাবন্তীকে। ‘আমি আমার মতো’ আর ‘বাবুসোনা’ ছবিতে পরপর কাজের পর অনেকেই ধরে নিয়েছিলেন কিছু একটা ঘটছে। যদিও সেই সময় লাইভে এসে জল্পনায় জল ঢেলে দিয়ে যান নবনীতা। সাফ বলেন, কোনও তৃতীয় ব্যক্তি আসেনি তাঁদের সম্পর্কে। বরং, একে-অপরের সঙ্গে সুখে নেই বুঝতে পেরে তাঁরা নিজেরাই নিয়েছিলেন ডিভোর্সের সিদ্ধান্ত।

শ্রাবন্তী তাঁর আর জিতুর ছবি শেয়ার করে তাতে লাগালেন হ্যাপি বার্থ ডে টিউন। জিতুকে ট্যাগ করে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। জবাবে অপরাজিত অভিনেতা লিখলেন, ‘ধন্যবাদ’। সঙ্গে স্মাইলিং ফেস উইথ হার্ট-এর ইমোজি। 

<p>জিতুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী। </p>

জিতুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী। 

ডিভোর্স নিয়ে প্রথম লিখেছিলেন নবনীতাই। ২৯ জুন একটি পোস্ট করেন ফেসবুকে। যেখানে লেখেন, ‘আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক... ভালো থেকো জিতু কমল।’

সেই সময় জিতুর জবাব ছিল, ‘তোমায় আগেও আগলেছি বাচ্চা বউ, ভবিষ্যতেও আগলাব।’ এরপর নবনীতা বারবার বিয়ে ভাঙা নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমে। জানান, সেপ্টেম্বরেই সবটা ফাইনাল হয়ে যাবে। কিন্তু জিতু চুপ। শুধু এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নবনীতা এখনও আমার স্ত্রী। ওর নামে কোনও বাজে কথা শুনতে চাই না।’

তবে সেই নবনীতার নামেই যখন বর্তমানে উঠেছে পরকীয়ার অভিযোগ, শোনা যাচ্ছে জিতুর সঙ্গে বিচ্ছেদের আগেই স্নেহাল অধিকারীর সঙ্গে প্রণয়ে জড়ান অভিনেত্রী, তখন আশ্চর্যজনভাবে চুপ জিতু। বরং দিনকয়েক আগেই ফেসবুকে মেহেদী হাসানের একটি কবিতা শেয়ার করেন। যে কবিতার প্রতিটা ছত্রে বিশ্বাসভঙ্গের কথা। যার মধ্যে দুটো লাইন ছিল, ‘যাচ্ছো চলে বললেই পারো কেন মিথ্যে অভিনয়/ মিথ্যে গুলো সত্য হয় কি? প্রণয় ঠিক টের পাওয়া যায়।’

 

বন্ধ করুন