বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood Actress: ৫০ বছরে এসে প্রথম চুমু খান পর্দায়, আজ জন্মদিন, বলুন তো কোন বলি-নায়িকার ছবি এটা

Bollywood Actress: ৫০ বছরে এসে প্রথম চুমু খান পর্দায়, আজ জন্মদিন, বলুন তো কোন বলি-নায়িকার ছবি এটা

বলুন তো কোন অভিনেত্রীর ছবি এটা?

চুলবুলি স্বভাবের এই নায়িকার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। আজ ৫০ বছরের জন্মদিন। ছোটবেলার ছবি দেখে পারলেন চিনতে?

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর আজ জন্মদিন। খুব ছোট বয়সেই বলিউডে পান অপার সাফল্য। তবে সেদিক থেকে একটু হলেও কপাল মন্দ অভিনেত্রীর ছোট বোনের। নামি পরিবারের মেয়ে, ইন্ডাস্ট্রিতে বড় ব্রেক পাওয়া সত্ত্বেও কোনওদিনও নিজের নাম করতে পারেননি। বরং, এখনও দিদির নামেই তাঁর পরিচিতি। 

তবে তিনি শুধু সফল অভিনেত্রীই নন, একজন স্ত্রী ও দুই সন্তানের মা-ও। বিয়েও বাচ্চার জন্য নিজেকে অনেকদিন গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে সরিয়ে রেখেছিলেন। তবে ফিরেছেন একেবারে ধামাকা দিয়ে। 

আরও পড়ুন: প্রশ্মিতার পোস্টে অনুপমের ছবি, এমন কী ছিল যে প্রাক্তন পিয়াকে বলা হল, ‘কাকের মতো…’

এতক্ষণে নিশ্চয়ই ধরে পেলেছেন, কথা হচ্ছে কাজল প্রসঙ্গে। বলিউডের মুখোপাধ্যায় পরিবারের মেয়ে তিনি। মা তনুজা সেইসময়ের ডাকসাঁইটে নায়িকা। আর বাবা সোমু মুখোপাধ্যায় পরিচালক-প্রযোজক। ১৯৯২ সালে বেখুদি দিয়ে কাজল কেরিয়ার শুরু করলেও, জনপ্রিয়তা এনে দিয়েছিল শাহরুখ খানের সঙ্গে জুটি। 

১৯৯৪ সালে গুণ্ডারাজ সিনেমা দিয়ে কাজল আর অজয় সম্পর্কে জড়ান। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি বিয়েটা করেন। বিয়ে পর লক্ষ্মী বউমার মতো অজয়ের বাড়িতে চলে যান কাজল। শুধু তাই নয়, সংসারে মন বসাতে গিয়ে ধীরে ধীরে নিজেকে সিনেমার জগত থেকে সরিয়েও ফেলেন। ২০০৩ সালের এপ্রিল মাসে জন্ম হয় বড় মেয়ে নিসা দেবগনের আর ২০১০ সালে কোলে আসে ছেলে যুগ। 

আরও পড়ুন: সাজানো খাটে আপরাজিতার দাদা-বউদির ফুলশয্য়া! বর-মেয়ে নিয়ে সামিল হলেন অভিনেত্রী

এরপর ২০১৫ সালে দিলওয়ালে দিয়ে কাজে ফেরেন কাজল, তাও আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেধে। এরপর হেলিকপ্টার এলা, তনহাজি, সলম ভেঙ্কি-র মতো সিনেমা দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে আরও একবার প্রমাণ করেছেন। 

আরও পড়ুন: চোখ ধাঁধানো অন্দরসাজ, ইয়াবড় ল্যাম্প! বিক্রি কঙ্গনার ৪০ কোটির বাংলো, ঘুরে দেখুন

তবে কাজলের সাম্প্রতিক কাজ ‘দ্য ট্রায়াল’ আলোড়ন ফেলে দিয়েছিল। বিশেষ করে একটি অনস্ক্রিন চুমুকে কেন্দ্র করে। এই সিরিজটির মাধ্যমেই কাজলের OTT-তে আত্মপ্রকাশ ঘটে। প্রায় ৩১ বছর নো কিস পলিসি মেনে চলার পর, ভক্তদের খানিক চমকে দিয়েছিলেন। সিরিজটিতে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেন কাজল। তাঁর সহ-অভিনেতা আলি খান এবং যিশু সেনগুপ্তের সঙ্গে দুটি ভিন্ন ক্লিপিংয়ে তাঁকে অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে দেখা যায়। এরপর লাস্ট স্টোরি ২-তেও ঘনিষ্ঠ দৃশ্য়ে চমকে দিয়েছিলেন কাজল। 

বায়োস্কোপ খবর

Latest News

৫-০ ব্যবধানে জিতব, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা? ‘সমাজ কী বলবে’! বিয়ে না করে ২ সন্তানের বাবা, চারপাশের মানুষকে নিয়ে কী বললেন করণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.