বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Kartik Aaryan: জন্মদিনে কার্তিককে সারপ্রাইজ পরিবারের, ‘তোমার জন্য সেরা উপহার আছে’, বললেন কৃতি

Happy Birthday Kartik Aaryan: জন্মদিনে কার্তিককে সারপ্রাইজ পরিবারের, ‘তোমার জন্য সেরা উপহার আছে’, বললেন কৃতি

মধ্যরাতে কার্তিকের জন্মদিনের ছবি

Happy Birthday Kartik Aaryan: ‘শুভ জন্মদিন বুন্টু। আমার কাছে তোমার জন্য সেরা উপহার রয়েছে। সঙ্গে থেকো’, মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিনের কেট কাটার ছবি শেয়ার করতেই এই শুভেচ্ছা জানালেন কৃতি।

২২ নভেম্বর। ৩২ বছরে পা রাখলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ঘড়ির কাঁটা ঠিক ১২টা বাজতেই পরিবারের তরফে সারপ্রাইজ পেলেন কার্তিক। বাবা-মা এবং আদুরে পোষ্য কাটোরিকে পাশে রেখে নেটমাধ্য়মের পাতায় ছবিও শেয়ার করেছেন।

কার্তিকের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, পরিবারের তরফে মধ্যরাতেই সারপ্রাইজ পেয়েছেন অভিনেতা। তাঁর সামনে রাখা বড় চকলেট কেক। তিনিও ছুরি হাতে কেকে কোপ বসানোর জন্য প্রস্তুত। ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘প্রতি জন্মে আমি তোমাদের কোকি হয়ে জন্মাতে চাই। জন্মদিনের মিষ্টি সারপ্রাইজের জন্য ধন্যবাদ মা-বাবা, কাটোরি এবং কিকিকে।’

আরও পড়ুন: মুম্বইয়ে তাবাসুমের স্মরণ সভার আয়োজন, হাজির মৌসুমী চট্টোপাধ্যায়, ফারহা, জনিরা

ইন্ডাস্ট্রির অনেকেই কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করেছে কৃতি স্যাননের মন্তব্য। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বুন্টু। আমার কাছে তোমার জন্য সেরা উপহার রয়েছে। সঙ্গে থেকো।’ আসলে তাঁদের একসঙ্গে আগামী কাজ ‘শেহজাদা’ নিয়েই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, রনিত রায় এবং অনেক ভক্তরা কার্তিককে পোস্টে শুভেচ্ছা জানিয়েছে।

২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’ দিয়ে বলিউড কেরিয়ার শুরু করেন কার্তিক। চলতি বছর বলিউডে সবথেকে বেশি কালেকশন করা সিনেমগুলির মধ্যে একটিতে কাজ করেছেন অভিনেতা, ‘ভুলভুলাইয়া ২’। আগামীতে তাঁকে কিয়ারা আডবানির সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে দেখা যাবে। ২ ডিসেম্বর ডিজনি+ হটস্টারে মুক্তি পাবে কার্তিক অভিনীত ‘ফ্রেডি’। কৃতি স্যাননের সঙ্গে ‘শেহজাদা’য় দেখা যাবে তাঁকে।

বন্ধ করুন