Happy Birthday Paoli Dam: ডাকনাম পাও, ছোট থেকে পড়াশোনায় তুখোড়! ৪২-এর জন্মদিনে রইল ‘অজানা' পাওলি
Updated: 04 Oct 2022, 01:43 PM ISTHappy Birthday Paoli Dam: শুধু অভিনয়ই নয়, পড়াশোনাতেও তুখোর ছিলেন পাওলি। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তরও ডিগ্রি রয়েছে তাঁর। টলিউডের পাশাপাশি বলিউডেও জমিয়ে কাজ করেছেন। হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে অভিনেত্রী পাওলি দামকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।
পরবর্তী ফটো গ্যালারি