বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Prem Chopra: ৮৬-তে পা দিলেন প্রেম চোপড়া, পর্দার ‘খলনায়ক’কে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা রাকেশের

Happy Birthday Prem Chopra: ৮৬-তে পা দিলেন প্রেম চোপড়া, পর্দার ‘খলনায়ক’কে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা রাকেশের

একফ্রেমে রাকেশ রোশন, প্রেম চোপড়া, জিতেন্দ্র

প্রবীণ অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশন তাঁর বন্ধু প্রেম চোপড়ার জন্মদিনে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তিন বন্ধু রাকেশ রোশন, প্রেম চোপড়া এবং জিতেন্দ্রকে একসঙ্গে দেখা গিয়েছে।

ষাটের দশকের হাড়হিম করা খলনায়ক। পর্দা কাঁপানো অভিনয় তাঁর। ৮৬ বছরে পা রাখালেন কিংবদন্তি প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। তিনি তার সময়ের সবচেয়ে জনপ্রিয় বলিউড ভিলেন ছিলেন। তবে পর্দার বাইরে নম্রভাষী এবং সহৃদয় ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।

প্রবীণ অভিনেতা এবং পরিচালক রাকেশ রোশন ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রেম চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে তিন বন্ধু রাকেশ রোশন, প্রেম চোপড়া এবং জিতেন্দ্রকে একসঙ্গে দেখা গিয়েছে। আরও পড়ুন: বয়েজ কাট চুলে পর্দায় বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা থেকে অনুষ্কারা! দেখেছেন সেই লুক?

একাধিক নেটিজেন প্রেম চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: Madhuri Dixit: প্রায় দেড় লাখের আনারকলি স্যুটে মাধুরী, ‘মাজা মা’র প্রচারে ঝলমলে লুকে নায়িকা

চলতি বছর জানুয়ারি মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন প্রেম এবং তাঁর স্ত্রী উমা। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। টানা চিকিৎসার পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন। নির্দিষ্ট সময়ের পরে ছুটি পেয়ে বাড়িতেও ফেরেন। আরও পড়ুন: Priyanka Chopra: কাছের মানুষদের নিয়ে রোস্তোরাঁয় পার্টি প্রিয়াঙ্কার, ফুচকা খেলেন কব্জি ডুবিয়ে

১৯৬০ সালে বলিউডে ডেবিউ করেছিলেন প্রেম চোপড়া। ‘ও কন থি’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন। ৪০ বছর ধরে অগুনতি সিনেমাতে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে আদ্য-প্রান্ত ভালো মানুষ। পর্দায় কিন্তু বারবার ধরা দিয়েছিলেন খলনায়কের চরিত্রে। অভিনয় দক্ষতার জেরে প্রচুর মানুষের প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছেন তিনি।

বন্ধ করুন