৪০তম জন্মদিনটা রণবীর কাপুরের কাছে একটু বেশিই স্পেশ্যাল। কাপুর পরিবারের আদরের ছেলের বিয়ের পর এটাই প্রথম জন্মদিন, তার উপর আবার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে সামনেই। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছে সকলে, তার উপর বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। খুশিতে এমনিতেই ডগমগ রণবীর। এর মাঝেই মঙ্গলবার মধ্যরাতে রণবীর-আলিয়ার বান্দ্রার বাড়িতে বসেছিল ইশার শিবার জন্মদিনের জমাটি আসর।
বরের জন্মদিনটা স্পেশ্যাল করে তুলতে কোনও কসুর বাকি রাখেননি আলিয়া। আর রণবীরের কাছের মানুষরা এদিন হাজির হয়েছিল রণবীরকে এই খাস দিনের শুভেচ্ছা জানাতে। করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় থেকে অভিনেতা আদিত্য রায় কাপুর- সবাই পৌঁছেছিলেন আরকে-কে আদুরে শুভেচ্ছা জানাতে। রণবীরের মা, নীতু কাপুরেরও দেখা মিলল রণবীরের বার্থ ডে পার্টিতে। জামাইবাবুর বিশেষ দিনের উদযাপনে অংশ নেন আলিয়ার দিদি শাহিন ভাটও। অম্বানি পরিবারও হাজির ছিলেন রণবীরের ‘জন্মদিনের জশনে’। আকাশ ও শ্লোকা অম্বানি হাজির ছিলেন এদিনের পার্টিতে। রণবীরের ঘনিষ্ঠ বন্ধু মুকেশ ও নীতা অম্বানি পুত্র।
রণবীরের জন্মদিনের পার্টির ঠিক আগের দিন অন্তঃত্ত্বা স্ত্রীকে নিয়ে কৃষ্ণ রাজ বাংলোর নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন রণবীর। শোনা যাচ্ছে এই রাজকীয় বাড়ির নির্মাণকাজ শেষ হলেই সেখানে ‘ভালোবাসার নীড়’ সাজাবেন ‘রালিয়া’।
চলতি বছর এপ্রিলেই সাত পাক ঘোরেন রণবীর-আলিয়া। মাস দেড়েকের মাথাতেই মা হতে চলার সুখবরও শেয়ার করে নেন মিসেস রণবীর কাপুর। খুব শীঘ্রই আলিয়ার ‘সাধ’-এর আয়োজন করবেন নীতু কাপুর ও সোনি রাজদান। সেই প্রস্তুতিও চলছে পুরোদমে।
‘ব্রহ্মাস্ত্র’র পর রণবীরের দেখা মিলবে লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে। এখনও ঠিক হয়নি ছবির নাম, তবে এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর-শ্রদ্ধা। অন্যদিকে আলিয়ার পরবর্তী বলিউড রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এছাড়াও ‘হার্ট অফ স্টোন’-এর সঙ্গে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন কাপুর খানদানের বহুরানি।