টলিউডের মুকুটহীন রানি তিনি। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও এখনও নায়িকা চরিত্রে অভিনয় করে চলেছেন সমানতালে। কারণ বয়স শুধুই একটা সংখ্যা তা বারে বারে প্রমাণ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলায় তাঁর জনপ্রিয়তা অটুট। বলিউডেও তাঁর পরিচিতি কম নেই। তবে বাংলা ছবিতে মন দিতে গিয়ে সেভাবে আরব সাগর পারে কাজ হয়নি। সেই আফসোস আজও সঙ্গে রয়েছে।
এর মাঝেই বৃহস্পতিবার নিজের ৫৩তম জন্মদিন সেলিব্রেট করছেন ঋতুপর্ণা। এই বছর জন্মদিনে কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী। জন্মদিনে মন ভালো নেই নায়িকার। কারণ মা অসুস্থ। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাই করছেন তিনি।
কাজে কাজেই জন্মদিন পালন করতে ভালোবাসেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর জন্মদিনে অযোগ্যর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন, এইবার বেলার কাজে ডুব দিয়েছেন। জন্মদিনেই ঋতুপর্ণার একটি স্টেজ শো রয়েছে, যেখানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি শো-ম্যান রাজ কাপুরকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন অভিনেত্রী।
ঋতুপর্ণার কাছে জন্মদিন মানে হল বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানো, মায়ের হাতের পায়েস আর শাশুড়ি মায়ের হাতের জম্পেশ রান্না। এদিন ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে চলে খাওয়া-দাওয়া। চলতি বছর জন্মদিনের পরিকল্পনা নিয়ে জুম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামী, সঞ্জয়ের সঙ্গে রাতে একান্তে একটু খাওয়া-দাওয়া করব। এছাড়া বন্ধু আর কাজিনদের সঙ্গে ছোট্ট করে ঘরোয়া পার্টি। একটু গান, ভালোবাসা, আড্ডা এই আর কী! কাছের মানুষদের শুভেচ্ছা আর ভালোবাসাতে ডুবে থাকতে চাই এইটুকুই তো চাওয়া’।
ছেলে পড়াশোনার জন্য এখন থাকে মার্কিন মুলুকে। মেয়েও সিঙ্গাপুরে পড়াশোনা করছে। সংসার, সন্তান, কেরিয়ার-সবটা সামলাতে ওস্তাদ ঋতুপর্ণা। কমার্শিয়াল ছবির হিট নায়িকা অন্য ধারার ছবিতেও সমান সফল। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, তরুণ মজুমদারের যতই উজ্জ্বল ঋতুপর্ণা, ঠিক ততটাই সফল স্বপন সাহা কিংবা বীরেশ চট্টোপাধ্যায়ের ছবিতে। তাই তো সারাদিন ‘পারোমিতা একদিন’-এর শ্যুটিং সেরে রাতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর জন্য শট দিতে কুণ্ঠাবোধ করেননি। অভিনেত্রী হিসাবে এতটাই ভার্সেটাইল তিনি। বক্স অফিসে তাঁর শেষ রিলিজ ছিল অযোগ্য, যা রীতিমতো হইচই ফেলেছে।
ব্যক্তিগত জীবনে কোনও বিতর্কই তাঁকে ছুঁতে পারে না। হালে আরজি কর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ জানিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তাতেও থেমে থাকেননি ঋতুপর্ণা। কারণ তিনি থামতে শেখেননি।
ঋতুপর্ণাকে আগামিতে দেখা যাবে ‘পুরাতন’ ছবিতে। সুমন ঘোষের এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। কিছুদিন আগেই মুম্বইয়ে MAMI-তে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে ছবির। আপতত দর্শক দরবারে এই ছবি মুক্তির অপেক্ষা।