একটা গোটা প্রজন্মকে তিনি শিখিয়েছেন ‘প্যায়ার দোস্তি হ্যায়’ কিংবা ‘হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়’। সেই বিশ্বাসের পালে হাওয়া আজও থামেনি। তিনি দু-হাত খুলে একবার দাঁড়ালেই লাখো তরুণী মন উথাল-পাথাল হয়। তিনি গোটা দেশের ম্যাটানি আইডল। তিনি শাহরুখ খান। শনিবার ৫৯-তে পা দিলেন বলিউডের বাদশা। আরও পড়ুন-'অভিনয় জানি না, স্পটবয় জুতোর ফিতে বাঁধলেই আমি স্টার', বলিউড তারকাদের কটাক্ষ করেছিলেন শাহরুখ
শাহরুখের জন্মদিন মানেই মন্নতের সামনে অকাল দিওয়ালি কিংবা ঈদ। এবার যদিও দীপাবলির আবহেই জন্মদিন উদযপান করছেন বাদশা। শুক্রবার মধ্যরাত থেকেই কিং খানের সাধের মন্নতের সামনে হাজারো ভক্তদের জমায়েত। কিন্তু সেই ভিড়ে নজর কাড়ছেন ঝাড়খণ্ডের এক যুবক। কারণ একদিন বা এক সপ্তাহ নয়, তিন মাসেরও বেশি সময় ধরে মন্নতের বাইরে ঠায় দাঁড়িয়ে রয়েছে ওই যুবক।
নাওয়া-খাওয়া-ঘুম ভুলে কেন মন্নতের বাইরে ডেরা জমিয়েছে সে? এনডিটিভি-র সামনে মুখ খুলেছেন শাহরুখের সেই ‘জবরা ফ্যান’। তাঁর নাম শেখ মহম্মদ আনসারি। জানা গেছে, ঝাড়খণ্ডে তাঁর একটি কম্পিউটার সেন্টার রয়েছে। সেটি তালা লাগিয়ে মুম্বইয়ে ওই ফ্যান। তাঁর কথায়, ‘গ্রামে আমার সেন্টার আছে কম্পিউটারের, সেটা বন্ধ রেখে শাহরুখ স্যারের সঙ্গে দেখা করতে এসেছি।’ শাহরুখ কি সত্যি তাঁর সঙ্গে দেখা করবেন? প্রশ্ন শুনে তাঁর সটান জবাব, ‘আমি ওঁনার সঙ্গে দেখা করব, উনি আমার সঙ্গে দেখা করবেন না’।
৯৫ দিন ধরে রোজগার বন্ধ, সেই নিয়ে আফসোস নেই ভক্তের। শাহরুখকে একবার ছুঁয়ে দেখাই তাঁর স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের হাতছানির জেরেই মুম্বইয়ে হাজির হয়েছে সে। তাই আর্থিক ক্ষতি গায়ে মাখতে না-রাজ আনসারি। এই জার্নিতে সঙ্গী না হলেও সমর্থন সঙ্গে রয়েছে পরিবারে। ঝাড়খণ্ডে তাঁর স্ত্রী, মা এবং ভাই রয়েছে জানান ভক্ত। জোর গলায় সে বলে, ‘আমি শাহরুখ স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, দেখা না করলে আমার ইজ্জত থাকবে না। কোন মুখে বাড়ি ফিরব?’
ভক্তটি জানিয়েছেন, গাড়ি করে মুম্বই এসেছে সে। ওই গাড়িতেই রাত্রিযাপন চলে। হোটেল থেকে খাবার কিনে খায়। শাহরুখের সব ছবি একাধিকবার দেখেছে সে। তবে পাঠান বা জওয়ান নয়, নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া শাহরুখের ছবিরই ভক্ত সে। ডিডিএলজে, করণ-অর্জুন, কোয়েলা, কুছ কুছ হোতা হ্যায়ের নেশায় আজও বুঁদ আনসারি।
শাহরুখকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখা যাবে ভক্তদের। শোনা যাচ্ছে, তাঁর মেয়ে সুহানা খানও এই ছবির অংশ হবেন। আগামী ২০ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ডিজনির বহুল প্রতীক্ষিত ছবি ‘মুফাসা: দ্য লায়ন কিং’, যার হিন্দি সংস্করণে শোনা যাবে শাহরুখ ও তাঁর দুই পুত্র আরিয়ান ও আব্রামের কণ্ঠস্বর।