বুধবার বাংলা টেলিভিশনের ‘রান্নাঘরের রানি’র জন্মদিন। জীবনের আরও একটি বসন্ত পার করে ফেলেছেন সুদীপা। কিন্তু এত খাস দিনেও মনভার সঞ্চালিকার। জন্মদিনে পছন্দের সাজগোজ থেকে বঞ্চিত অভিনেত্রী। কিন্তু হলটা কী? জন্মদিনের ঠিক আগেরদিন অর্থাৎ মঙ্গলবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন সুদীপা। বর্তমানে তাঁর পায়ের হাঁটু ফুলে ঢোল! স্বভাবতই জন্মদিনটা মোটেই ভালো কাটছে না ‘রান্নঘর’-এর সঞ্চালিকার।
সুদীপা সঞ্চালিত ‘রান্নাঘর’ মাস কয়েক আগেই শেষ হয়েছে। সদ্যই জি বাংলার নববর্ষ স্পেশ্য়াল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। পাকাপাকিভাবে সুদীপার কামব্যাকের অপেক্ষায় ভক্তরা তারমাঝেই কোথা থেকে কী সব ঘটে গেল! জন্মদিন উপলক্ষ্যে স্বামীর সঙ্গে শাড়ি কিনতে গিয়েছেন সুদীপা। শাড়ি কিনতে যাওয়াটাই কাল হল! এমনিতে সুদীপার নিজস্ব বুটিক রয়েছে, তবে এদিন দক্ষিণ কলকাতায় অবস্থিত নিজের প্রিয় দোকেনে পছন্দের শাড়ি কিনতে গিয়েছিলেন তিনি। সেই দোকানের সিঁড়ি থেকে পড়ে পায়ের হাঁটুতে চোট পান সুদীপা।
আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, ‘বাজে ভাবে পড়ে গিয়েছি। আমার দুটো হাঁটুই ফুলে গিয়েছে। চলতে পারছি না। ব্যথা করছে’। জন্মদিনে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় ফ্লোরাল প্রিন্টের শিফন শাড়ি কিনে দিয়েছেন সুদীপাকে। চোটে কাহিল সুদীপার সেটি পরতে না পারার আফসোস থাকলেও জন্মদিনে নতুন পোশাকের ট্রেন্ড অটুট থাকছে । বরের উপহার দেওয়া একটি সালোয়ার কামিজ এদিন পরবেন সুদীপা।
এদিন চট্টোপাধ্যায় পরিবারে উৎসবের মেজাজ। জন্মদিনের দুপুরে শাশুড়িমায়ের তরফে ট্রিট পেয়েছেন সুদীপা। তাজ বেঙ্গলে মধ্য়াহ্নভোজ সেরেছেন পরিবারের সকলে। বউমার জন্মদিনে এটাই উপহার সুদীপার শাশুড়ির। দুপুরে ছিল বিদেশি মেনু, রাতের মেনুতে থাকছে বাঙালি ভুরিভোজ। মায়ের জন্মদিনে আহ্লাদে আটখানা ছোট্ট আদিদেব। সুদীপা জানিয়েছেন, আজ স্কুলে যায়নি আদিদেব। পড়াশোনার সঙ্গে আজ তাঁর আড়ি। আসলে মায়ের জন্মদিনটা নিজের ভেবেই পালন করে সে। তবে মা-কে উপহার দিতে ভোলেনি। এদিন মায়ের হাতে উপহার হিসাবে দিয়েছে ২০০ টাকা। পছন্দের উপহার কেনার আবদার করেছে।
সুদীপার বার্থ ডে গিফটের ফিরিস্তি এখানেই শেষ নয়। জন্মদিনে দাদার থেকে পেয়েছেন দামী ঘড়ি, ডিজাইনার ঘড়ি উপহার দিয়েছেন স্বামীও। পায়ের ব্য়াথা ভুলে জন্মদিনের আনন্দের স্বাদ নেওয়ার চেষ্টা করছেন সুদীপা, তবে মাঝেমধ্য়েই যন্ত্রণা চাগাড় দিচ্ছে। আজকের দিনটা কাটলেই ছুটবেন চিকিৎসের কাছে। বৃহস্পতিবার পায়ের এক্সরে হবে, সেই বুঝেই নেবেন ব্য়বস্থা।
সঞ্চালক হওয়ার পাশাপাশি সুদীপা এখন সফ ব্যবসায়ীও। শাড়ির ব্যবসার পাশাপাশি আচারের ব্যবসাও নিয়েও মেতেছেন। দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরাই তাঁর লক্ষ্য।