সুনিধি চৌহান কয়েক দশক ধরে সুরের দুনিয়ায় রাজত্ব করছেন। একজন প্লেব্যাক গায়িকা হিসেবে, তিনি অনেক হিট হিট গান দিয়েছেন সঙ্গীত জগতকে। 'ধুম মাচালে', 'শীলা কি জওয়ানি'-সহ সবমিলিয়ে এই তালিকাটা বেশ বড়। রোমান্টিক গানের ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার। আজ গায়িকার জন্মদিন উপলক্ষে তাঁর গাওয়া বেশি কিছু গান রইল আপনার জন্য।
'এক থি দায়ান' থেকে 'ইয়ারাম'
সুনিধির কেরিয়ারের অন্যতম একটি আন্ডাররেটেড গান অবশ্যই ইমরান হাশমি অভিনীত 'এক থি দায়ান'-এর রোমান্টিক গান 'ইয়ারাম'। গুলজারের অসাধারণ কথা ও বিশাল ভরদ্বাজের সুরে গাওয়া এই গান আপনাকে নস্টালজিক করে তুলবে। ছবিতে কালকি কোয়েচিলিনের উপর এই গানটিতে চিত্রিত হয়েছে।
আরও পড়ুন: 'চোখের পলক পড়াও সময় দিইনি…' ডিউন: প্রফেসিতে নিজের চরিত্র নিয়ে যা বললেন টাবু
'শিবায়' থেকে 'অন্ধকারাস্ত'
উঁচু নোটের এই গানটিতে সুনিধি চৌহানকে অরিজিৎ সিংয়ের সঙ্গে গাইতে দেখা গিয়েছে। সুন্দর এই রোমান্টিক গানটিতে সুনিধি খাদের দিকে যতটা ভালো গেয়েছেন উপর দিকেও ঠিক ততটাই দক্ষতার সঙ্গে গেয়েছেন। তাঁর গলা যে কতখানি ফ্লেক্সিবেল এই গানটি তার প্রমাণ দেয়। সন্দেহ এবং আনন্দ এই দুই আবেগকে এই গানের মধ্যে দিয়ে সুন্দর করে তুলে ধরেছেন গায়িকা।
'ফানা' থেকে 'মেরে হাত মে'
এটি এমন একটি গান যা দু'দশক আগে রিলিজ হওয়ার সময় যতটা ফ্রেশ লেগেছিল, এখন ঠিক ততটাই ফ্রেশ শ্রোতাদের কাছে। যতীন-ললিত রচিত ‘মেরে হাত মে’ সুনিধির অন্যতম স্নিগ্ধ রোমান্টিক, এই ধরনের গান খুব কমি গাইতে দেখা গিয়েছে তাঁকে। সোনু নিগমের বিপরীতে এই গানটি তিনি গেয়েছিলেন। গানের লাইনগুলিতে প্রেম এবং সাহচর্যের নিরবচ্ছিন্নতাকে তুলে ধরা হয়েছে। তাছাড়াও এই গানের সঙ্গে যে সায়েরিগুলো রয়েছে সেগুলিতে কাজল এবং আমির খান স্বয়ং কন্ঠ দিয়েছিলেন।
আরও পড়ুন: প্রতারণা-মানসিক নির্যাতনের কারণে হার্দিককে ডিভোর্স? নাতাশার যে কাজ উসকাল জল্পনা
'সিমরন' থেকে 'পিংড়া তোড় কে'
ছবিটি সেভাবে জনপ্রিয়তা লাভ না করলেও, সুনিধি চৌহানের এই গানটি বেশ সারা ফেলেছিল।'সিমরন'-এর 'পিঞ্জরা তোড় কে'-তে সুনিধির কণ্ঠে স্বাধীনতার সুর প্রকাশ পেয়েছে।
'দম মারো দম' থেকে 'তি আমো'
অ্যাশ কিং-এর মিউজিক অ্যালবাম 'দম মারো দম' থেকে সুনিধির গলায় এই রোমান্টিক গানটি বেশ জনপ্রিয়। চমৎকার ভাবে লেখা এই গানের মাঝের অংশে সুনিধির কন্ঠ শোনা গিয়েছে।