একসময় বলিউডে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সানি দেওল। বালিউডে সফল কেরিয়ারের পর রাজনীতিতেও যোগ দিয়েছেন। আজ তাঁর জন্মদিন। পায়ে পায়ে ৬৫-তে পা দিলেন তিনি।
অভিনেতার আসল নাম অজয় সিং দেওল। কিন্তু এই নামে অনেকেই চেনেন না তাঁকে। বলিউডে সানি নামেই নিজের পরিচয় গড়ে তুলেছেন। অভিনেতা ধর্মেন্দ্র জ্য়েষ্ঠ পুত্র সানি। পাঞ্জাবের সহনেওয়ালে জন্ম। বলিউড কেরিয়ারে ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বন্ধুদের সঙ্গে ভুট্টা খেয়ে চলতি বছরের জন্মদিন সেলিব্রেট করলেন সানি। নেটমাধ্যমের পাতায় হিমাচল প্রদেশ থেকে শেয়ার করেছেন সেই ছবি। আরও পড়ুন: বলিউডে দশ বছর পূর্ণ আলিয়ার, আরো ভালো কাজ করার প্রতিজ্ঞা নায়িকার
১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। সেই সময় ব্লকবাস্টার হিট হয়েছিল সেই ছবি। পরিচালকের আসনে ছিলেন রাহুল রাওয়াইল। নায়িকা হিসেবে বিপরীতে ছিলেন অমৃতা সিং। ছবির জন্যই এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন, এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। আরও পড়ুন: সম্পর্কের জটিলতা, পরকীয়া, খুন! সুদীপ্তা-জয়ের মাঝে ‘তৃতীয়’ কে?
গদর: এক প্রেম কথা, ঘায়েল, বিগ ব্রাদার, দামিনী, ডর, সীমান্ত, কার্জ, চ্যাম্পিয়ন-এর মতো একাধিক হিট বলিউড ছবিতে অভিনয় করেছেন সানি। তাঁর বিখ্যাত সংলাপের মধ্য রয়েছে, ‘ইয়ে ধায় কিলো কা হাত যাব কিসিপে পড়তা হ্যায় তাব আদমি উঠতা নাহি, উঠ যাতা হ্যায়’। আরও পড়ুন: ওহ লাভলি! ‘নো চাপ’, নাতিকে নিয়ে ‘হামি ২’-র গানে দুর্দান্ত নাচ মদন মিত্রের
অভিনেতা ববি দেওল দাদা সানির সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন সকাল থেকে নেটমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন সানি।