বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Sushmita Sen: সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন, ৪৭-এও এককাঠি উপরে সুস্মিতার ম্যাজিক

Happy Birthday Sushmita Sen: সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন, ৪৭-এও এককাঠি উপরে সুস্মিতার ম্যাজিক

৪৭ বছরে পা দিলেন সুস্মিতা সেন।

Happy Birthday Sushmita Sen: আজ ৪৭-এ পা রাখলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী। প্রথম ভারতীয় হিসেবে ১৯৯৪ সালে এই মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়। এরপরই আর ফিরে তাকাতে হয়নি..

প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। ২৮ বছর আগে (১৯৯৪ সালে) তাঁর মাথায় উঠেছিল ব্রহ্মাণ্ডসুন্দরী মুকুট। সুস্মিতাই প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জয় করেছিলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। গগনচুম্বী সফলতা। বলিউডে একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন।

দু-দুবার মা হয়েছেন অভিনেেত্রী। সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, দুই মেয়ে আলিশা এবং রেনেকে দত্তক নিয়েছেন। সিঙ্গেল মাদার হিসেবে নিজের দায়িত্বে অবিচল। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক সময় শিরোনামে থাকলেও, অভিনেত্রী জীবন চালনা করেন নিজের ছন্দেই। আজ ৪৭-এ পা রাখলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

ঘড়ির কাটায় রাত ১২টা পেরোতেই নেটমাধ্যমে পোস্ট সুস্মিতার। নিজের একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অবশেষে ৪৭!!! এমনকি একটি সংখ্যা যা গত ১৩ বছর ধরে আমাকে তাড়া করছে। সবচেয়ে অবিশ্বাস্য বছরের পথে। দীর্ঘদিন ধরে অপেক্ষায়… অবশেষে এর আগমনের কথা জানাতে পেরে আমি রোমাঞ্চিত!!! দুগ্গা দুগ্গা।’ পোস্টের নীচে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সহকর্মী থেকে ভক্তরা।

আরও পড়ুন: হনসলের আগামী ছবির শ্যুটিং শেষ করলেন, ‘এটা গন্তব্য নয়, যাত্রা’, মন্তব্য করিনার

মাস কয়েক আগেই চর্চায় উঠে এসেছিল এই বলিউড সুন্দরীর ব্যক্তিগত জীবন। বয়সে প্রায় ১২ বছরের ছোট রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতার নাম জুড়েছিল প্রাক্তন আইপিএল মহাকর্তা ললিত মোদীর সঙ্গে। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল শেষ পর্যন্ত ললিত মোদীর গলায় মালা দিচ্ছেন সুস্মিতা? যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে এই প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী পরিষ্কার জানিয়েছেন, তিনি একাই আছেন।

দুই মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছিলেন, 'বিয়ে নয়। আংটিও (বাগদানের সূচক) নয়। নিঃশর্ত ভালোবাসা আমায় ঘিরে রেখেছে। অনেক ব্যাখ্যা দেওয়া হল। এ বার কাজে ফেরা যাক।' ১৪ জুলাইয়ের পর আর কোনও পোস্টে একসঙ্গে দেখা যায়নি ললিত-সুস্মিতাকে। এদিকে, বিচ্ছেদের পর একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে রোহমান-সুস্মিতাকে। বিভিন্ন অনুষ্ঠানে এক পরিবারের মতো দেখা গিয়েছে দুই কন্যা-সহ সুস্মিতা ও তাঁর প্রাক্তন সঙ্গী রোহমানকে।

এসবের মধ্যেই দীর্ঘ বিরতির পর ফের পর্দায় দেখা যাবে সুস্মিতাকে। আত্মজীবনীমূলক ওয়েব সিরিজ ‘তালি’তে মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের অন্যতম মুখ গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন তিনি। পরিচালনার দায়িত্বে মরাঠি পরিচালক রবি যাদব। এবার এক অন্য ভূমিকায় সুস্মিতা…।

বন্ধ করুন