বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Twinkle Khanna: পরিবারের সঙ্গে জন্মদিন কাটানো, টুইঙ্কলের পাগলামির নাচের ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয়

Happy Birthday Twinkle Khanna: পরিবারের সঙ্গে জন্মদিন কাটানো, টুইঙ্কলের পাগলামির নাচের ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয়

টুইঙ্কল খান্নার জন্মদিনের ঝলক

Happy Birthday Twinkle Khanna: জীবনের সেরা মানুষদের সঙ্গে সেরা জন্মদিন কাটালেন টুইঙ্কল খান্না। স্ত্রীর পাগলামির নাচের ভিডিয়ো শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়।

 

স্বামী তথা অভিনেতা অক্ষয় কুমার এবং পরিবারের সঙ্গে ঘরোয়া জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠেছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্না। ঘরোয়া আয়োজনের ঝলক শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে। ছবিতে স্বামী অক্ষয়, দুই ছেলেমেয়ে আরভ-নিতারা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন টুইঙ্কল।

সুবুজ রঙের উপর ফ্লোরাল প্রিন্টের পোশাকে ধরা দিয়েছেন বার্থ ডে গার্ল। পানীয়ের গ্লাস হাতে টুইঙ্কল, অক্ষয়ের সঙ্গে কাপল ছবি শেয়ার করেছেন। বলিউডের খিলাড়ি কুমারকে এ দিন নীল-সাদা চেক শার্ট, চোখে সানগ্লাস এবং মাথায় টুপি পরে দেখা মিলেছে। দুই ছেলেমেয়ে আরভ-নিতারা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও ছবি শেয়ার করেছেন প্রাক্তন অভিনেত্রী।

আরও পড়ুন: 'এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা', প্রতিবাদে সরব ঋদ্ধি সেন

জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাঁদের সঙ্গে কাটানো সেরা জন্মদিন। সকলের সুন্দর শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ এবং সকলকে নতুন বছরের সুন্দর আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’ পোস্টে বলিউডের একাধিক ব্যক্তিত্ব এবং অনুরাগীরা টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে, আদরের টিনা ওরফে টুইঙ্কলকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অক্ষয় কুমার। ৪৮ বছরে পা দিয়েছেন এই বলিউড সুন্দরী। টুইঙ্কের একটি নাচের মজাদার ভিডিয়ো শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন খিলাড়ি কুমার। লিখেছেন, 'তুমি হয়তো আমার লাইভ পারফর্ম্যান্স মিস করায় আনন্দ পেয়েছ। তবে আমি তোমার সমস্ত পাগলামি উপভোগ করতে পারায় বেশি আনন্দিত। আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার গান গাওয়াটা বন্ধ করা উচিত'।

জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল। ১৯৯৫ সালে ‘বরসাত' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বেশ কয়েকটি ফ্লপ ছবি করার পর বলিউডকে বিদায় জানান। ২০০১ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে চার হাত এক হয়েছিল টুইঙ্কল খান্নার। তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

 

বন্ধ করুন