শাহরুখ খানের পাশে থাকা বাচ্চাটি এখন নামি বলিউড নায়ক, বাবাও ছিলেন বিখ্যাত স্টান্ট ডিরেক্টর। আজ সেই সুপুরুষ নায়কটির জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছার বন্যা বইয়েছে ভক্তরা। বুঝতে পারলেন কি, কার কথা হচ্ছে?
চলুন আপনাদের আরও কিছু ক্লু দেওয়া যাক। এই ছেলেটির বউ বিদেশি। অবশ্য বর্তমানে তিনিও বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় আসেন। দিয়েছেন বহু হিট। ২০২১ সালে দুজনে একেবারে রাজকীয় কায়দায় করেছিলেন বিয়েটা মরু প্রদেশ রাজস্থানে।
আরও পড়ুন: প্রেম করে হিন্দু মেয়ে বিয়ে, বিবাহ বার্ষিকীতে রোম্যান্টিক মীর, চিনুন ডাক্তার বউ সোমাকে
ঠিকই ধরেছেন ছেলেটি ক্যাটরিনা কাইফের বর ভিকি কৌশল। ৩৬ বছরে পা রাখলেন অভিনেতা। শেষ কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাঁর শেষ কাজস্যাম বাহাদুর সিনেমায়। শাহরুখের ডাঙ্কিতেও ছিলেন তিনি। এরপর ভিকিকে দেখা যাবে ব্যাড নিউজ ও ছাবা সিনেমাতে। শেষটিতে তিনি ছত্রপতি সম্ভাজি-র চরিত্রে, যিনি ছিলেন মারাঠা সম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি।
আরও পড়ুন: নবাবের মেয়ে, আর এই মাইনে! সোহা-র প্রথম চাকরি কর্পোরেটে, টাকার অঙ্কে আঁতকে উঠবেন
২০০১৫ সালে মাসান ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন ভিকি কৌশল। তবে ছোট থেকে অভিনেতা হওয়ার কথা সেভাবে ভাবেননি কোনওদিনই। বরং পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং। কয়েক বছর বিদেশে চাকরিও করেন। তারপর সব ছেড়েছুড়ে চলে আসেন দেশে, নামেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রাজি, উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক, সর্দার উধম, জরা হটকে জরা বাচকে-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে ভিকির কাজ।
আরও পড়ুন: দীর্ঘদিন দূরে অনুরাগের ছোঁয়া থেকে, ‘উর্মি’ সৌমিলিকে নিয়ে কী কাণ্ড ঘটাল দিব্যজ্যোতি
২০২১ সালে ৯ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিকি। তাঁদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। দম্পতির কেউই বিয়ের আগে কথা বলেননি একে-অপরকে নিয়ে। এমনকী, তাঁদের বিয়েতেও রাখা হয়েছিল নো মিডিয়া, নো ফোটো পলিসি।
জানা যায় ভিকি কৌশলের মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। প্রতি সিনেমার জন্য তিনি ৫-৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলেই খবর। মুম্বই শহরে ভিকির দু'টি বাড়ি রয়েছে। একটি জুহুতে ও অপরটি আন্ধেরিতে অবস্থিত। জুহুর সি ফেসিং বাংলোতেই স্ত্রীকে নিয়ে থাকেন অভিনেতা। রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ জিএলসি, বিএমডাব্লিউ এক্স ৫-এর মতো গাড়িও রয়েছে ভিকি কৌশলের সংগ্রহে।