হরনাথ চক্রবর্তীর হাত ধরেই বাংলা ছবি এক নতুন মাত্রা পেয়েছিল। বহু বাণিজ্যিক ভাবে সফল ছবি উপহার দিয়েছেন তিনি টলিউডকে। যদিও মাঝে বেশ কিছু বছর তিনি কাজ স্থগিত রেখেছিলেন। কিন্তু এবার কাজে ফেরার আগেই প্রিয়জনকে হারালেন তিনি।
কী ঘটেছে?
হরনাথ চক্রবর্তীর স্ত্রী প্রয়াত হলেন এদিন। মঙ্গলবার, ১৮ মার্চ সকালে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। বুলা চক্রবর্তী অর্থাৎ হরনাথ চক্রবর্তীর স্ত্রী দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। লড়াই চালাচ্ছিলেন কর্কট রোগের সঙ্গে। এমনকি তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন।
আরও পড়ুন: মায়ের অমতে দীপঙ্করকে বিয়ে, উত্তর দিনাজপুরের মতোই জীবিত মেয়ের শ্রাদ্ধ করবেন অহনার মা? লিখলেন...
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
জানা গিয়েছে স্ত্রীর অসুস্থতা এবং শারীরিক অবস্থার অবনতির কারণেই কাজে ফিরবেন বলেও সেটা স্থগিত রেখেছিলেন হরনাথ চক্রবর্তী। আর এদিন যে তাঁর সেই নতুন শুরুর আগে জীবনের শোকের ছায়া নেমে এল সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ‘বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
কেওড়াতলা মহাশ্মশানে এদিন বুলা চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অসম লড়াই চালিয়ে এদিন সকাল ১০.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হরনাথ চক্রবর্তীর এই কঠিন সময় তাঁর পাশে আছেন টলিউডের অনেকেই। ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি, সুদেষ্ণা রায় সহ বহু টেকনিশিয়ানরা। দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকেও। স্ত্রীকে হারিয়ে এদিন ভেঙে পড়েন হরনাথ চক্রবর্তী।
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বিগত কিছু বছর ধরেই বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন হরনাথ চক্রবর্তী। কিন্তু ৬৬ বছর বয়সী এই বর্ষীয়ান পরিচালক ঠিক করেছিলেন শীঘ্রই কাজ নিয়ে ফিরবেন।