বাংলা নিউজ > বায়োস্কোপ > Haranath Chakraborty on Abhishek Chatterjee: বাংলা ছবির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে থেকে যাবে হাসিখুশি মিঠুর নাম

Haranath Chakraborty on Abhishek Chatterjee: বাংলা ছবির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে থেকে যাবে হাসিখুশি মিঠুর নাম

অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ করলেন হরনাথ চক্রবর্তী। (ফাইল ছবি)

কেমন ছিল বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রথম দিনটি? অভিষেক চট্টোপাধ্যায় সেদিন প্রথম যাঁর সঙ্গে দেখা করেছিলেন, সেই হরনাথ চক্রবর্তী স্মৃতিচারণ করলেন। 

প্রথম দিনটির কথা এখনও স্পষ্ট মনে আছে। আমি একটি ছবির সম্পাদনার কাজ করছি। তপনবাবু বলে একজন এডিট করছেন। আমি পাশে বসে আছি। তখন ছেলেটি এল। ফুটেফুটে চেহারা। একদম নায়কের মতো দেখতে। প্রথম দিনই দেখলাম, বেশ হাসিখুশি।

কীভাবে ইন্ডাস্ট্রিতে এসে পৌঁছোল ছেলেটি? সেই গল্প বলতে গেলে, একটু পুরনো কথায় ফিরে যেতে হবে।

আমাদের ইন্ড্রাস্টির অনেক পুরনো শিল্পী ছিলেন প্রশান্ত চট্টোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গেও অভিনয় করেছেন প্রশান্তবাবু। একটু নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন। আমার পরিচালনাতেও কাজ করেছেন। শুনেছিলাম, প্রশান্তবাবুর একটি ছেলে আছে। প্রশান্তবাবু তাকে অভিনয় জগতে নিয়ে আসতে চান। তপনবাবুও তার কথা আমায় বলেছিলেন। সেই সূত্র ধরেই ফুটফুটে ছেলেটি সেদিন হাজির স্টুডিয়ো পাড়ায়।

তখন তরুণবাবু (মজুমদার) ‘পথভোলা’ নামে একটি ছবির শ্যুটিং শুরু করছেন। তার জন্য অভিনেতা খুঁজছিলেন। আমি ছেলেটিকে দেখার পরে, তার কথা তরুণবাবুকে বলি। ছবির আর এক অভিনেত্রী নয়নার (দাস) কথাও বলেছিলাম। সেই শুরু হয় এই দু’জনের বাংলা ছবির জগতে যাত্রা।

একটা সময়ে অভিষেক চট্টোপাধ্যায়কে পিছন ফিরে তাকাতে হয়নি। পর পর কাজ করে গিয়েছে, হিট ছবি দিয়ে গিয়েছে আমাদের মিঠু। যেমন ভালো নাচতে পারত, তেমনই ভালো ছিল অ্যাকশনের দৃশ্যেও। তার সঙ্গে ছিল খুব সুন্দর চেহারা। সব মিলিয়ে হিরো হওয়ার সব উপাদানই ছিল ওর মধ্যে। আর সেটির পূর্ণ সদ্ব্যবহারও করতে পেরেছিল মিঠু।

যখনই ওর সঙ্গে দেখা হত, ও আমাদের মন ভালো করে দিত। আনন্দে ভরিয়ে রাখত সকলের মন। ওর মতো হাসিখুশি মানুষ খুব কমই দেখেছি আমরা।

কিন্তু সকলের সময় এক রকম যায় না। যে কোনও শিল্পের জগতেও টিকে থাকতে গেলে, নিজেকে সময়ের সঙ্গে বদলাতে হয়। মিঠু হয়তো সেভাবে নিজেকে বদলাতে পারেনি। তাই একটা সময়ে ওর হাতে সিনেমার কাজ কমে যায়। কিন্তু তা বলে ও অভিনয় জগত থেকে সরে যায়নি। যাত্রা আর নাটকে পুরোদস্তুর অভিনয় করে গিয়েছে।

আবার যখন সুযোগ পেয়েছে, ফিরে এসেছে ছোটপর্দায়। সেখানেও মিঠু পুরোপুরি সফল।

আজ মিঠু নেই। কিন্তু বাংলা ছবির জগত যত দিন থাকবে, তত দিন মনে থাকবে মিঠু ওরফে অভিষেক চট্টোপাধ্যায়। যে নায়কদের পর্দায় দেখতে এক সময় বাংলা ছবির দর্শক বারবার সিনেমাহলে ফিরে যেতেন, মিঠু সেই সময়ের নায়ক, সেই সময়ের অন্যতম সফল নায়ক। বাংলার ছবির ইতিহাস লেখা হলে, ওর নাম তা থেকে বাদ তো যাবেই না, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবেই লেখা হবে অভিষেক চট্টোপাধ্যায়ের কথা।

আমাদের মিঠুর কথা।

বায়োস্কোপ খবর

Latest News

নদীর পাশের এলাকায় নিষিদ্ধ হোক মদ এবং মাংস খাওয়া! নর্মতা বাঁচাতে বলছেন মোহন যাদব সন্তান লাভ ও দীর্ঘায়ু কামনায় হয় জীবিতপুত্রিকা ব্রত, জেনে নিন এই ব্রতর গুরুত্ব বিশ্বকর্মা পুজোয় করুন এই কাজ, ঘরে আসবে সুখ শান্তি, আর্থিক সমস্যা হবে দূর চলমান বিতর্কের মাঝেই পদত্যাগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুরু জোর চর্চা গুরুতর অসুস্থ হয়েছেন ‘ভুল চিকিৎসায়’, ভারতের ডাক্তারদের দিকে আঙুল তুললেন তসলিমা 'আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল', জল্পনা উস্কে বড় দাবি গডকরির এম বিশ্বেশ্বরায় কে ছিলেন? কেন তাঁর জন্মদিনে পালন করা হয় ইঞ্জিনিয়ারস দিবস রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে? মুষলধারে বৃষ্টিতে মিরাটে বাড়ি ধসে মৃত ৯, ধ্বংসাবশেষে ১ জনের আটকে পড়ার আশঙ্কা বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.