করোনা টিকার দুটি ডোজ নিয়েও কোভিড-১৯ সংক্রমিত টলিউডের বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তী। রবিবারই পরিচালক জানতে পেরেছিলেন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ, তবে মঙ্গলবার অসুস্থতা বাড়ায় তড়ঘড়ি তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। শারিরীকভাবে এখন প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে, প্রবল জ্বর, অসহ্য গায়ে যন্ত্রণার মতো উপসর্গ রয়েছে তাঁর। গন্ধহীনও হয়ে পড়েছেন তিনি, তবে এখনও স্বাদ পাচ্ছেন খাবারে।
গত মাসের শেষেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন পরিচালক, আপতত তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ওলোট-পালোট অবস্থা স্টুডিওপাড়ার। করোনা সংক্রমিত হয়ে গতকালই প্রাণ হারিয়েছেন পরিচালক অনিন্দ্য সরকারের স্ত্রী। সংক্রমিত পরিচালক এবং তাঁর মেয়েও। আপতত কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়, অভিনেতা পার্থ সারথি বসুরা। হোম আইসোলেশনে রয়েছেন সুমনা দাস, অনসূয়া মজুমদার, রণিতা দাসেরা।
তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন হরনাথ চক্রবর্তী। ‘নাটের গুরু’,‘সাথী’, ‘সঙ্গী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’- এর মতো অজস্র ব্লকবাস্টার কমার্শিয়াল বাংলা ছবির পরিচালক তিনি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনাতেই নিজের নতুন ছবির পরিকল্পনাও সেরে ফেলেছেন হরনাথ চক্রবর্তী, তবে করোনার জেরে থমকে কাজ।