বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা টিকার ২টি ডোজ নিয়েও সংক্রমিত হরনাথ চক্রবর্তী! ভর্তি হাসপাতালে

করোনা টিকার ২টি ডোজ নিয়েও সংক্রমিত হরনাথ চক্রবর্তী! ভর্তি হাসপাতালে

হরনাথ চক্রবর্তী (ছবি-ফেসবুক)

‘নাটের গুরু’,‘সাথী’, ‘সঙ্গী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’- এর মতো অজস্র ব্লকবাস্টার কমার্শিয়াল বাংলা ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী। 

করোনা টিকার দুটি ডোজ নিয়েও কোভিড-১৯ সংক্রমিত টলিউডের বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তী। রবিবারই পরিচালক জানতে পেরেছিলেন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ, তবে মঙ্গলবার অসুস্থতা বাড়ায় তড়ঘড়ি তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। শারিরীকভাবে এখন প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে, প্রবল জ্বর, অসহ্য গায়ে যন্ত্রণার মতো উপসর্গ রয়েছে তাঁর। গন্ধহীনও হয়ে পড়েছেন তিনি, তবে এখনও স্বাদ পাচ্ছেন খাবারে। 

গত মাসের শেষেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন পরিচালক, আপতত তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ওলোট-পালোট অবস্থা স্টুডিওপাড়ার। করোনা সংক্রমিত হয়ে গতকালই প্রাণ হারিয়েছেন পরিচালক অনিন্দ্য সরকারের স্ত্রী। সংক্রমিত পরিচালক এবং তাঁর মেয়েও। আপতত কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়, অভিনেতা পার্থ সারথি বসুরা। হোম আইসোলেশনে রয়েছেন সুমনা দাস, অনসূয়া মজুমদার, রণিতা দাসেরা। 

তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন হরনাথ চক্রবর্তী। ‘নাটের গুরু’,‘সাথী’, ‘সঙ্গী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’- এর মতো অজস্র ব্লকবাস্টার কমার্শিয়াল বাংলা ছবির পরিচালক তিনি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনাতেই নিজের নতুন ছবির পরিকল্পনাও সেরে ফেলেছেন হরনাথ চক্রবর্তী, তবে করোনার জেরে থমকে কাজ। 

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: ৫ দফা দাবির সঙ্গে কোনও আপস নয়, কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা এমি অ্যাওয়ার্ডস: সব রেকর্ড গুঁড়িয়ে শোগুনের ঝুলিতে ১৮টা এমি, বাকিরা কে কোথায়? জামিন পেয়ে এলাকায় ফিরতেই বহিষ্কৃত নেতাকে মালা পরিয়ে উৎসবে মাতলেন TMC কর্মীরা টাইফুন 'ইয়াগি'র দাপটে বিপর্যস্তদের পাশে বন্ধু ভারত হরমনপ্রীতের জোড়া গোলে দঃ কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারত! সামনে আয়োজক দেশ চিন মুম্বইয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে হাতুড়ি মেরে খুন, গ্রেফতার সহকর্মী ‘স্যার আমি ২৪ বছরের…’আরজি করে খুন, চাকরি ছাড়তে চেয়েছিলেন সন্দীপ,কী ছিল চিঠিতে? পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস! কেরলে মৃত ১, সতর্ক থাকতে উপসর্গ দেখে নিন পাহাড়ের তিন পুরসভার নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি শুরু, উদ্যোগ নিল রাজ্য সরকার বদন বিগড়ে গেছে, মৌসুমীকে নিয়ে অশালীন দেবাংশু,‘নির্লজ্জ পুরুষ’ বলে তোপ সুদীপ্তার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.