সংসার ভাঙছে হার্দিকের। কিন্তু অনন্ত আম্বানির নতুন সংসারের শুরুটা উদযাপন করতে ভোলেননি তিনি। প্রকাশ্যেই তাই ভালো মানের দারু চেয়েছেন হার্দিক। ফ্যান্সি কুর্তায় পান্ডার এই দাবি নজর টেনেছে নেটিজেনদের। অলরাউন্ডার হার্দিক পান্ডা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর জমিয়েছেন একাই। তাঁর প্রতিটি স্টেপ এদিন ফোকাস টেনেছে ক্যামেরার। এরই মাঝেই দেখা গিয়েছে, ওয়েটারের থেকে দো টাকিলা শট চাইছেন হার্দিক। সেই ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হার্দিক পান্ডিয়া তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন লাইমলাইটে রয়েছেন। আম্বানিদের একটিও অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে দেখা যায়নি তাঁকে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত খোলাখুলি কিছু বলেননি এই দম্পতি। নাতাশা বেশ কয়েকবার পোস্ট শেয়ার করেছেন এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টাও করেছেন। অন্যদিকে, হার্দিককে কিন্তু মুখ বুঝে বিশ্বকাপ জেতার পরে উদযাপন করতে দেখা গিয়েছে। ছেলের সঙ্গে নিজের জিৎ বাড়িতে উপভোগ করতে দেখা গিয়েছে। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দারুণ নজর কেড়েছেন তিনিই। হার্দিক তাঁর ভাই এবং বোনের সঙ্গে বিয়েতে উপস্থিত ছিলেন।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
দেখা গিয়েছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের বিখ্যাত গান। মহেশ বাবু থেকে শুরু করে রণবীর কাপুর, একাধিক তারকারা পা মেলাচ্ছেন। এরই মাঝে নজর টানলেন হার্দিক। ওয়াটারকে ডেকে টাকিলা চেয়ে বসলেন।
এদিন অনন্যা পাণ্ডের সঙ্গেও একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে ক্রিকেট তারকার। যেখানে, তাঁদের পাশাপাশি দাঁড়িয়ে উদ্দাম নাচতে দেখা গিয়েছে।
এদিনের বিগ ফ্যাট ওয়েডিং সেলিব্রেশনে বলিউডের তারকারা ছাড়াও, ভারতীয় ক্রিকেট টিমের উজ্জ্বল নক্ষত্ররা, যেমন এমএস ধোনি, জাসপ্রিত বুমরাহ, গৌতম গম্ভীর, ক্রুনাল পান্ড্য, ইশান কিশান, যুজবেন্দ্র চাহাল, অজিঙ্কা রাহানেরা আসর জমিয়েছিলেন।
গত এক বছর ধরে হার্দিকের জীবন উত্থান-পতনে পূর্ণ। ওডিআই বিশ্বকাপের সময় তিনি চোট পেয়েছিলেন এবং তারপরে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছিলেন কিন্তু ট্রোল পিছু ছাড়েনি। চরম ট্রোলের শিকার হয়েছিলেন। ওদিকে নাতাশার সঙ্গে তাঁর ডিভোর্সের গুঞ্জনও বাড়ছে। এর পরেই কামব্যাক করেন হার্দিক। ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা কখনওই ভোলার নয়।