বিচ্ছেদ হয়েছে কিছু মাস আগেই। এই কমাস ছেলের সঙ্গে দেখা হয়নি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। এদিন অবশেষে তাঁদের দেখা গেল। আর তাঁদের মোলাকাতের সেই মুহূর্তের ভিডিয়ো নিমেষেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
এদিন একটি মন ভালো করে ভিডিয়ো প্রকাশ্যে আসে সেখানে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া মন খুলে হাসছেন। সঙ্গে রয়েছে তাঁর ৪ বছরের ছেলে। অগস্ত্যর সঙ্গে এদিন তাঁকে খেলতেও দেখা যায়। তবে কেবল অগস্ত্য ছিল না। সঙ্গে ছিল হার্দিকের দাদার ছেলেও। তাঁদের দুজনকে নিয়ে ভারতীয় ক্রিকেটারকে খেলতে, হাসতে দেখা যায়। তারপর বাচ্চা দুজনকে গাড়িতে তুলে দিতে দেখা যায়।
প্রসঙ্গত হার্দিক এবং নাতাশার বিচ্ছেদের পর এই প্রথম ছেলের সঙ্গে প্রকাশ্যে ধরা দিলেন খেলোয়াড়। বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজে মন দেওয়ার আগে আপাতত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত।
এই বিষয়ে বলে রাখা ভালো নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদ হলেও তাঁরা কিন্তু তাঁদের সন্তানকে যৌথ ভাবে মানুষ করবেন বলেই জানিয়েছেন। কিছুদিন আগে নাতাশা নিজে গিয়ে ছেলেকে হার্দিকের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। সেখানেই অগস্ত্যর সঙ্গে ভারতীয় ক্রিকেটারের কাকিমা অনেকটা সময় কাটান। হার্দিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলেকে নিয়ে সাইবেরিয়া উড়ে গিয়েছিলেন নাতাশা। সেখানে তাঁরা বেশ কিছুদিন সময় কাটান, ঘুরে বেড়ান ইতিউতি। এমনকি ছেলের এবারের জন্মদিনও সেখানেই পালন করেন তিনি।