বর্তমানে চর্চায় রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। সদ্যই তাঁরা তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। ছেলে অগস্ত্যকে নিয়ে ইতিমধ্যেই তিনি সার্বিয়া উড়ে গিয়েছেন। তবুও বিচ্ছেদের পরও যে তাঁদের যোগাযোগ আছে সেটা ভারতীয় ক্রিকেটারের পোস্ট, মন্তব্য দেখে স্পষ্ট। আর এদিন ছেলের জন্মদিনে একটি বিশেষ পোস্ট করলেন হার্দিক।
আরও পড়ুন: সতর্কতা ছড়াতে এবার বেঙ্গল পুলিশের হাতিয়ার রূপম ইসলামের গান! কী নিয়ে সাবধানবাণী শোনালেন রকস্টার?
ছেলের জন্মদিনে কী লিখলেন হার্দিক?
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের একমাত্র ছেলে হল অগস্ত্য পান্ডিয়া। সে ২০২০ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করে। এদিন সেই খুদে ৪ বছরে পা দিল। আর তাই ছেলের জন্মদিনে একটি আদুরে ভিডিয়ো পোস্ট করলেন হার্দিক। ছেলে কাছে নেই, রয়েছে স্মৃতি। আর সেটাকেই এদিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
হার্দিক যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি ছেলের সঙ্গে বসে খেলছেন। কখনও আবার আদর করছেন। নাচ করছেন। ছোট্ট অগস্ত্যকে তাঁকে চুমু দিতেও দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট করে এদিন হার্দিক লেখেন, 'তোর জন্যই আমি প্রতিদিন বেঁচে থাকি। এগিয়ে চলি। শুভ জন্মদিন আমার পার্টনার ইন ক্রাইম। আমার হৃদয়, আমার আগু। তোকে কতটা ভালোবাসি সেটা ভাষায় বলে বোঝানো যাবে না।'
তাঁদের বাবা ছেলের এই মিষ্টি সম্পর্ক দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বাবা হিসেবে তাঁর এদিন কতটা কষ্ট হচ্ছে সেটাও অনুমান করেছেন অনেকেই।
প্রসঙ্গত কিছুদিন আগে সমবেত ভাবে বিচ্ছেদের ঘোষণা করে হার্দিক এবং নাতাশা লেখেন, 'চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল। অগস্ত্য আমাদের জীবনের আশীর্বাদপ্রাপ্ত, সে আমাদের দুজনের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আমরা তার সুখের জন্য যা কিছু করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেটা অভিভাবক হিসাবে যৌথভাবে চেষ্টা করব।' তারপরই অনন্ত এবং রাধিকার বিয়ের পর থেকে শুরু হয় অনন্যা পাণ্ডে এবং হার্দিক পান্ডিয়ার প্রেমের চর্চা। সদ্যই দুজনের মন ভেঙেছে। তারপর তাঁদের এই নতুন বন্ধুত্ব এবং সমীকরণ দেখে নতুন সম্পর্কের ইঙ্গিত পেয়েছেন বলেই মনে করছেন অনেকেই। যদিও এই বিষয়ে তাঁরা এখনও কিছুই জানাননি।