হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা। বলা যায় এবার টি২০ বিশ্বকাপে ভারত যে চাপের মধ্যেও জিতল সেটার অন্যতম কারিগর হলেন তিনিই। যদিও কেরিয়ারের দিকে সাফল্য এলেও বর্তমানে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ঘেঁটে। সদ্যই তিনি নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তাঁর প্রাক্তন স্ত্রী ছেলে অগস্ত্যকে নিয়ে উড়ে গিয়েছেন সার্বিয়ায়। সেখানেই বর্তমানে ছুটি কাটাচ্ছেন তাঁরা। এবার এমন কী কাণ্ড ঘটালেন তাঁরা যা দেখে আবার সকলেই অবাক হয়ে গিয়েছেন?
আরও পড়ুন: রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা সরাতে অরাজি ফেডারেশন! স্বরূপ বললেন, 'মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতেই পারেন...'
হার্দিক কী করলেন এবার?
সম্প্রতি নাতাশা ছেলে অগস্ত্যর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সার্বিয়ায়। তাঁদের দুজনের সেই ট্রিপের একাধিক ছবি তিনি এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। আর তাতেই এবার মন্তব্য করে বসলেন হার্দিক।
প্রাক্তন স্ত্রীর পোস্টে হার্দিক একাধিক ইমোজি পোস্ট করেন। সেখানে ইভিল আই, চোখে লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। আর তাঁর এক মন্তব্য দেখেই মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই আবার ভাবছেন তাঁদের মধ্যে কি আবার সব ঠিকঠাক হয়ে গেল?
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'হার্দিকের জন্য শ্রদ্ধা।' আরেকজন লেখেন, 'তবে কি সব ঠিক হয়ে যাচ্ছে?'
বিচ্ছেদের ঘোষণা করে ইনস্টাগ্রাম পোস্টে তারকা ক্রিকেটার লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু… আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত’। আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল’।
প্রসঙ্গত সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাকি অনন্যা পাণ্ডের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এখনো তাঁরা এই বিষয়ে কিছু জানায়নি নিশ্চিত করে।