জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, প্রয়োজনে সবটাই জানতে হয়। হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ সোশ্যাল মিডিয়ায় নয় রিল ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল নাতাশার সায়া সেলাইয়ে ব্যস্ত আলেকজান্ডার অ্যালেক্স। হার্দিকের সঙ্গে ডিভোর্সের পর থেকেই চর্চায় নাতাশা-আলেকজান্ডারের সম্পর্ক। গুঞ্জন আলেকজান্ডারকেই নাকি ডেট করছেন হার্দিকের সন্তানের মা। আরও পড়ুন-দিওয়ালি পার্টিতে কাছাকাছি নাতাশা-আলেকজান্ডার, জানেন কি খোরপোশে প্রাক্তন স্ত্রীকে কত দেন হার্দিক?
কিছুদিন আগেই নিখিল দ্বিবেদীর দিওয়ালি পার্টিতে আলেকজান্ডারের হাত ধরে উপস্থিত হয়েছিলেন নাতাশা। কালো-সোনালিতে ম্যাচিং পোশাকে দেখা মিলেছিল দুজনের। সেই পার্টির জন্য রেডি হতে কম কাঠখড় পোড়াতে হয়নি নাতাশাকে। আর সেই ভিডিয়োই এবার নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন সার্বিয়ান সুন্দরী।
ভিডিয়োতে দেখা গেল আলেকজান্ডারকে তাঁকে শাড়ি পরিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, শাড়ি পরানোর আগে নাতাশার শাড়ির পেটিকোট (সায়া) সুচ-সুতো হাতে সেলাইও করছেন চর্চিত প্রেমিক। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর হার্দিকের ভক্তরা অকারণে নাতাশাকে ট্রোল করছেন। তবে নাতাশা ভক্তরা মডেল-অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
ভিডিয়োর ক্যাপশনে আলেকজান্ডার লিখেছেন, 'আমার ড্রেপার এবং টেলার হওয়া উচিত। একই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নাতাশা লিখেছেন, ‘আমার বেস্ট ফ্রেন্ড, তুমি সব চেয়ে ভালো।’ ভিডিয়ো রেকর্ড করার সময়ও নাতাশাকে বলতে শোনা গিয়েছে, আলেকজান্ডার তাঁর ত্রাতা এবং তাঁর সবচেয়ে কাছের বন্ধু।
যদিও দুজনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়ার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। অনেকের চোখেই এই ভিডিয়ো অশ্লীল ঠেকেছে। কেউ আবার আলেকজান্ডারকে ‘লো-বাজেটের ডলি জৈন’ বলে ট্রোল করেছেন। কেউ প্রশ্ন করেছেন, , ‘আপনারা কি দম্পতি? আমি কনফিউজড।’ ২০২০ সালে বিয়ে করেন হার্দিক-নাতাশা। বিয়ের চার বছর পর আলাদা হয়ে যান দু'জনে। নাতাশা ও হার্দিকের অগস্ত্য নামে একটি ছেলেও রয়েছে, বিচ্ছেদের পর ছেলে নাতাশার সঙ্গেই থাকে, তবে হার্দিকের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় অগস্ত্যকে। কোনও তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হয়েছেন হার্দিক-নাতাশা।