ভারতের অল-রাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ফ্যান ফলোইং টি ২০ ওয়ার্ল্ডকাপ শেষে আরও বেড়েছে। যদিও ব্যক্তিগত জীবনে তাঁকে নিয়ে আলোচনা থামার নামই নিচ্ছে না। যার বড় কারণ অবশ্যই, স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্সের খবর। তবে এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে। সব মিলিয়ে যাকে বলে জগাখিচুড়ি দশা।
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী শোলাঙ্কির সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কাড়ে। যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাঁকে। হার্দিককে বেশ খুশি-খুশি দেখাচ্ছিল সেই পোস্টে। সেই রহস্যময়ী নারী অর্থাৎ প্রাচী শোলাঙ্কি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। ইনস্টাগ্রামে প্রায় ৫৪৬ হাজার ফলোয়ার রয়েছে।
আরও পড়ুন: ‘বাবা ছোট জিনিসকেও বড় করে…’! বলিউডে পা রেখেই আমিরকে নিয়ে মন্তব্য জুনায়েদের
তবে প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি ভুয়ো। সবই সোশ্যাল মিডিয়ার বানানো। প্রাচীকে ডেট করছেন না হার্দিক; সে শুধু একজন বড় ভক্ত ক্রিকেটারের। প্রাচী হার্দিকের সঙ্গে দেখা করার বিষয়ে, তাঁর উত্তেজনা প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন।
প্রাচী শোলাঙ্কি হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তাঁর স্ত্রী পাঙ্খুরির সঙ্গেও ছবিও শেয়ার করেছেন। পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছে, যা ডেটিং গুজবকে উস্কে দিয়েছে।
আরও পড়ুন: অনন্যা যেন বেগুনি পুতুল, রণবীরের কুর্তার বিশেষ লুক, আম্বানির বাড়ির শিবশক্তি পুজোয় আর কারা এলেন
প্রাচী হার্দিকের সঙ্গে পোস্ট শেয়ার করে লেখেন, ‘কেউ আমাকে চিমটি কাটবে প্লিজ… @হার্দিক পান্ডিয়া ধন্যবাদ এত উষ্ণ ব্যবহার করার জন্য।’ এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘নাতাশার থেকে অনেক ভালো’। অপরজন লেখেন, ‘গাইজ নতুন ভাবি পেয়ে গিয়েছি।’ তৃতীয়জন লেখেন, ‘ম্যাডাম হার্দিক ভাইয়ের সঙ্গে বিয়ে করে নাও।’
আরও পড়ুন: নতুন মোড় সোহম-রেস্তোরাঁ কাণ্ডে! পুলিশের কাছে নেই ঘটনার সিসিটিভি ফুটেজ!
দেখা যায়, টি ২০ বিশ্বকাপ জয়ের পরেও হার্দিককে নিয়ে কোনও পোস্ট আসেনি নাতাশার ওয়ালে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ডিভোর্সের গুঞ্জন উঠেছিল। তবে মাঝে পোষ্য সারমেয়র একটি ছবি শেয়ার করে ‘বেবি পান্ডিয়া’ লিখে, তাতে খানিকটা জল ঢেলেছিলেন। তবে এখন স্পষ্ট, সত্যিই আলাদা হচ্ছেন দুজনে। খবর রয়েছে, ডিভোর্সের খোরপোশ হিসেবে বরের ৭০ শতাংশ সম্পত্তিও পাচ্ছেন এই সার্বিয়ান মডেল। তবে ছেলের সঙ্গে দেখা করেছেন হার্দিক। বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত মন কেড়েছে নেট-নাগরিকদের।