শনিবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চন্ডীগড়ের একটি ফ্যাশন ইভেন্টে পারফর্ম করার কথা ছিল গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধুর। মঞ্চে ওঠার আগেই আচমকা পুলিশ আটক করে গায়ককে। কিন্তু হঠাৎ কেন ঘটল এই ঘটনা?
চন্ডীগড়ের ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের অফিসিয়াল পেজ থেকে জানা গেছে, হার্ডকে ইভেন্টে আফটার পার্টি হেডলাইনার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। শোয়ের ঠিক আগেই হার্ডিকে আটক করে অনুমতি ছাড়া পারফর্ম করার অপরাধে।
জানা গেছে, গায়ককে নিয়ে যাওয়া হয়েছিল ৩৪ নম্বর সেক্টর থানায়। গায়কের আটকের খবর শুনে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান আয়োজকরা। ফ্যাশন শো এবং গানের বিষয়ে প্রয়োজনীয় অনুমতিপত্র দেখালে গায়ককে ছেড়ে দেয় পুলিশ। পুলিশের হাত থেকে ছাড়া পেলেও শো না করেই শহর ছেড়ে চলে যান সান্ধু।
আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া হল মনের ডাস্টবিন..’, কেন এমন বললেন ভাইজান?
চন্ডীগড়ের সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাঁরা HT কে জানিয়েছিলেন, গায়ক সেদিন পারফর্ম করতে আসেননি। তবে গায়ককে আটক করা হয়েছিল নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তা যাচাই করেনি HT।
প্রসঙ্গত, একজন ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হার্ডি। ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কেরিয়ারের প্রথম দিকেই হাঁটুতে চোট পেয়ে খেলা ছেড়ে দেন তিনি। ২০১৩ সালে সোচ-এর সাফল্যের পর তিনি নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন।
আরও পড়ুন: গৌতম আদানির ছেলেরও প্রোফাইল ছিল শাদি ডট কমে! জিতের বিয়েতে অদ্ভুত উপহার ম্যাট্রিমনি সাইটের CEO-র
২০১৪ সালে পাঞ্জাবি সিনেমা ইয়ারান কা ক্যাচআপ সিনেমার হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। একদিকে ক্রিকেটার, গায়ক আবার তিনি অভিনেতাও বটে। ২০২১ সালে 83 সিনেমায় মদনলালের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।
সর্বশেষ তিনি অভিনয় করেছেন কোড নেম তিরঙ্গা সিনেমায়, যেখানে পরিণীতি চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।