বজরঙ্গি ভাইজান-এর মুন্নি হিসেবেই এখনও দর্শকের মনে থেকে গিয়েছেন হর্ষালি মলহোত্রা। যদিও এখন আর মোটেও খুদে নেই সে। এবার দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন হর্ষালি। আর মঙ্গলবার এল ফলাফল। নিজের রেজাল্ট সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
কত নম্বর পেলেন হর্ষালি?
হর্ষালি জানালেন, ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর এসেছে তাঁর। একটি কালো ফ্লোরাল ওয়ান দেখা গেল ‘মুন্নি’কে। একের পর এক ট্রোল ভরা ম্যাসেজ হাত দিয়ে সরাচ্ছেন। আর তারপর আনন্দে কাটছেন কেক। ভিডিয়োতে লেখা, ‘জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’
এই ভিডিয়োর ক্যাপশনে হর্ষালি লিখেছেন, ‘নিজের মুদ্রাগুলিকে সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা। আমি আমার কত্থক ক্লাস, শ্যুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? পেয়েছি ৮৩ শতাংশ নম্বর।’
আরও পড়ুন: ‘মা বলেছে, ছেলেদের সঙ্গে…’! কড়া নিয়মে লাপাতা লেডিজের ফুল নিতাংশী, বয়স কত তাঁর?
‘কে বলে আপনি রিল আর রিয়েল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন না? যারা আমাকে বিশ্বাস করেছেন এবং তাদের অটল সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ’, আরও লেখেন হর্ষালি।
আরও পড়ুন: মহিলা সেজে ‘অশ্লীল’ কাজ, কপিলের শোতে সুনীল গ্রোভারের কমেডির সমালোচনা সুনীল পালের
ভিডিয়োর একদম শেষে হর্ষালি-র কাছ থেকে ছিল একটি বার্তা, ‘আমাকে ঘৃণা করে যারা তাঁদেরও ধন্যবাদ। কারণ… হা হা হা’।
যে ট্রোল ভরা বার্তাগুলি এই ভিডিয়োতে হাইলাইট করা আছে, তাতে আছে, ‘এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু কত্থক ক্লাসে যাও, আর রিল বানাও’। আরেকটি বার্তা ছিল, ‘স্কুল যাও তো নাকি?’
তবে হর্ষালির এই অসাধারণ ফলাফল নিয়ে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীরা। একজন লিখলেন, ‘হর্ষালি রক, হেটার্সরা শক’। দ্বিতীয়জন লেখেন, ‘তুমি জন্ম থেকেই তারকা। আরও উন্নতি করো জীবনে।’ তৃতীয়জন লিখলেন, ‘অনেক শুভেচ্ছা মুন্নি’। চতুর্থজন লেখেন, ‘কাউকে কখনো অসম্মান কোরো না। নিজের লক্ষ্য স্থির রাখলেই চলবে।’ পঞ্চমজন লেখেন, ‘লোকের বাজে কথায় কান দিয়ে সময় নষ্ট করবে না। তার চেয়ে রিল বানানোও অনেক ভালো।’