বয়স ষাট ছুঁইছুঁই। এই বছরেই সিনিয়র সিটিজেন ক্যাটেগরিতে নাম লেখাবেন বলিউডের এই খান। তবে বলিপাড়ায় আপতত জোরচর্চা আমিরের নতুন প্রেম নিয়ে। হ্যাঁ, মিস্টার পারফেকশানিস্টের মনে নাকি নতুন বসন্ত। কিরণ রাও-এর সঙ্গে ডিভোর্সের ঘোষণা নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা। এরপর কেটেছে ২৬ বছরের ছোট অভিনেতা ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ায় অভিনেতার। আরও পড়ুন-‘মানুষের স্বভাব এটা…’, বরকে পরিয়েছেন সিঁদুর, বৈদিক বিয়ে নিয়ে কটাক্ষের জবাব শ্বেতার
কিন্তু এবার আমিরের জীবনে নাকি এন্ট্রি নিয়েছেন এক রহস্যময়ী। তাদের সম্পর্ক নাকি বেশ গভীর, জানিয়েছে ফিল্মফেয়ার। বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানিয়েছে সূত্র।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে ওই সূত্র জানিয়েছেন, ‘আমিরের রহস্যময় সঙ্গী বেঙ্গালুরুর বাসিন্দা। আমাদের অবশ্যই তাদের গোপনীয়তাকে সম্মান করতে হবে এবং ব্যক্তিগত বিবরণ প্রকাশ করা উচিত নয়। তবে আমি আপনাকে বলতে পারি যে আমির সম্প্রতি ভদ্রমহিলাকে তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বৈঠকটি খুব ভাল হয়েছে’। হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
৫৯ বছর বয়সী আমির খান এখনও পর্যন্ত দুইবার বিয়ে করেছেন। ১৯৮৬ সালে সদ্য কুড়ির গণ্ডি পার করা আমির গোপনে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেন। রিনা ও আমিরের দুই সন্তান, জুনায়েদ ও ইরা খান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন আমির। ছেলেও বলিউডে আত্মপ্রকাশ করেছে।
২০২৪ সালের জানুয়ারিতে নূপুর শিখরের সঙ্গে জাঁকজমকপূর্ণ বিয়ে করেন ইরা খান। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। ২০২৪ সালের জুনে, জুনায়েদ যশরাজ ফিল্মস প্রযোজিত মহারাজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সদ্য রুপোলি পর্দাতেও জার্নি শুরু করেছেন জুনায়েদ, ছবির নাম লাভইয়াপ্পা।
আমির খান ও রিনার বিয়ে ভাঙে ২০০২ সালে। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। আমির ও কিরণের একমাত্র সন্তান আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে। শেষ হয় আমিদের দ্বিতীয় বিয়েও। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই আমিরের সুসম্পর্ক বজায় রয়েছে। কিরণ এখনও আমিরের পরিবারের অংশ। ছেলেকে একসঙ্গে মানুষ করছেন দুজনে।
কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস ছবির প্রযোজকও আমির। সবক্ষেত্রেই প্রাক্তন স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্টার তিনি। একটা সময় বলিউডে গুঞ্জন রটেছিল অনস্ক্রিন কন্যে ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই আমির খানের দ্বিতীয় বিয়ে শেষ হয়েছিল। তবে আমির বা ফাতিমা কেউই প্রকাশ্যে এসব গুজব নিয়ে মুখ খোলেননি।