মহম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের কেচ্ছা, নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে রীতিমতো ক্রিকেটার বরকে তুলোধনা করেন হাসিন। এমনিতেই টি২০ বিশ্বকাপ টিমে নেই এই পেস বোলার। শনিবার যেখানে গোটা টিম গেল মুম্বইতে খেলতে, সেখানে চোটের কারণে দেশে তিনি। তাই হাসিনের করা শাপ-শাপান্ত পোস্ট রাগিয়ে দিল শামির অনুরাগীদের।
২০১৪ সালে বিয়ে হয় হাসিন আর শামির। সেই সময়, দুজনের গদগদ প্রেম জায়গা করত সামাজিক মাধ্যমে। এমনকী, শামির সঙ্গে প্রায় সব ইভেন্টে দেখা যেত হাসিনকে। ২০১৫ সালে তাঁদের একটি কন্য়া সন্তান হয়। এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। ২০১৮ সাল থেকে দুজনের ঝামেলা হওয়ার খবর শুরু। আপাতত আলাদা থাকছেন তাঁরা। তবে অফিসিয়ালি ডিভোর্স হয়নি।
আরও পড়ুন: হার্দিককে ডিভোর্স, ৭০ শতাংশ সম্পত্তি নেওয়ার গুঞ্জন! ইনস্টাগ্রাম স্টোরিতে ফের কী ইঙ্গিত নাতাশার
গৌতম গম্ভীরের একটি ভিডিয়ো শেয়ার করলেন হাসিন। যেখানে বেশ চাঁচাছোলা ভাষাতেই গম্ভীরকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি রোজ ৩০০জনকে খাবার খাওয়াই। আমি যদি চাইতাম এই ৩০০ জনকে খাওয়ানোর টাকা রেখে দিয়ে তা অন্যকে ট্রোল করার জন্য আর আমার ইমেজ তৈরিতে ব্যবহার করতেই পারতাম। কিন্তু আমি চাই যাতে আমার মেয়েরা যখন বড় হবে ওরা গর্ব করে বলতে পারে, বাবা ৩০০জনকে খাওয়াত রোজ। আমি ওদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’
আর গম্ভীরের বলা এই কথার ভিডিয়ো শেয়ার করে হাসিন লিখলেন, ‘শামির সত্যিকারের গল্প গৌতম গম্ভীরের মুখে। আল্লা চাইলে এই সব কিছুর হিসেব দিতে হবে শামিকে।’
আরও পড়ুন: দীপিকা প্রেগন্যান্ট, রণবীর কি এখনই হচ্ছেন ‘শক্তিমান’? মুখ খুললেন মুকেশ খান্না
তবে শামির ভক্তরা এই পোস্টে বেশ রাগল হাসিনের উপরে। একজন লিখলেন, ‘ছেলেটাকে শান্তি দাও। নিজের মতো থাকো না। কম টাকা তো নিচ্ছ না।’ অপরজন লেখেন, ‘এই মেয়েটা জীবনটাই শেষ করে দিল শামির।’ তৃতীয়জন লিখল, ‘নিজে সারাক্ষণ শামির বদনাম করছে। আবার আল্লার ভয় দেখাচ্ছ’।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কানে সেরা অভিনেত্রীর পুরস্কার, কী বলছেন অনসূয়া
পরকীয়া, ম্যাচ গড়াপেটা, মারপিট-সহ একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন জাহান স্বামী মহম্মদ শামি ও তাঁর পরিবারের উপরে। বর্তমানে মেয়েকে নিয়ে আলাদাই থাকেন একসময় কেকেআরের চিয়ার লিডার হিসেবে শামির মনে জায়গা করে নেওয়া হাসিন জাহান।