বাংলা নিউজ > বায়োস্কোপ > বড়দিনে বলিকে টেক্কা টলির! রণবীরের সার্কাস হেরে গেল ফেলুদা-হামি ২-প্রজাপতির কাছে

বড়দিনে বলিকে টেক্কা টলির! রণবীরের সার্কাস হেরে গেল ফেলুদা-হামি ২-প্রজাপতির কাছে

বড়দিনে বাংলা সিনেমার জয়জয়কার। 

বড়দিনের সপ্তাহে প্রেক্ষাগৃহে রমরমা বাংলা ছবিদের। দেখুন এই নিয়ে কী বলছেন হল মালিক থেকে সিনেমার পরিচালকরা। 

বড়দিনে দর্শকদের একগুচ্ছ সিনেমা উপহার দিয়েছে টলিউড। সন্দীপ রায়ের হত্যাপুরী, নন্দিতা-শিবপ্রসাদের হামি ২, অভিজিৎ সেনের প্রজাপতি ক্রিসমাসের সপ্তাহে মুক্তি পেয়েছে। আর আশ্চর্যজনক হল বাংলার এই ছবিগুলি টেক্কা দিচ্ছে বলিউড মেগা রিলিজকে। আর এর থেকে প্রমাণ হচ্ছে এই ওটিটি-র যুগেও বাঙালির কাছে বাংলা ছবি ও বিষয়বস্তুর গুরুত্ব সর্বাধিক। 

বাচ্চাদের নিয়ে সিনেমা দেখার জন্য রয়েছে হামি ২ আর হত্যাপুরী। শিবপ্রসাদ-নন্দিতার হামি ছিল সুপার হিট। আর ফেলুদা তো বরাবরই দর্শকদের পছন্দ। তাই হলে খুদেদের সমাগমও বেশ ভালোই হচ্ছে। অন্য দিকে, দেব-মিঠুনের রসায়নে ‘প্রজাপতি’ও হলে লোক টানতে সক্ষম। এর আগেও বাংলা ছবি উৎসবের মরশুমে কামাল করেছে প্রেক্ষাগৃহে। 

নাভিনার মালিক নবীন চৌখানি এই প্রসঙ্গে বলেন, ‘এবারের বড়দিন প্রমাণ করল হল মালিকরা বড় বাজেটের বলিউড ও হলিউডের ছবির ত্যাগ করতে রাজি বাংলা ছবিকে জায়গা করে দেওয়ার জন্য।’

প্রিয়াতে চলছে তিনটি ছবিই। সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত বলেন, ‘শেষবার তিনটি বাংলা রিলিজ একসঙ্গে এত ভালো করেছিল কবে তা আমার মনে নেই। বিষয়বস্তু যেমন ভালো, তেমন সময়টাও ভালো যাচ্ছে। শুধু মহামারী নয়, আমার তো মনে হয় টলিউডে এরকম প্রতিক্রিয়া শেষ কবে দেখা গিয়েছে।’

হামি ২-র পরিচালক শিবপ্রসাদ জানালেন, ‘ছবির শো বাড়ানো হচ্ছে, সার্কাসের জায়গায়। এমনকী নন-প্রাইম টাইম শো-ও হাউজফুল যাচ্ছে।’ 'হামি 2' অভিনেতা গার্গী রায় চৌধুরী বললেন, ‘মাতৃভাষায় তৈরি ভালো বিষয়বস্তু সর্বদাই সুফল পাবে।’

ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং জটায়ুর চরিত্রে পরিচালক-অভিনেতা অভিজিৎ রায়ও কিন্তু দর্শকমনে জায়গা করতে সফল। সন্দীপ রায় এই প্রসঙ্গে বললেন, ‘এটা খুব অসাধারণ একটা ব্যাপার। আসলে গল্পের সারল্য বরাবরই দর্শকমনে ছাপ ফেলে যায়।’

 

বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং, ছবি নিয়ে আসরে নামল তৃণমূল স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.