বাংলা নিউজ > বায়োস্কোপ > দ্বিতীয় প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থার সামান্য উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

দ্বিতীয় প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থার সামান্য উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

করোনা লকডাউন পরবর্তী সময়ে অভিযান ছবির শ্যুটিংয়ে সৌমিত্র (ফাইল ছবি)

আজ এমআরআই করা হবে অভিনেতার, রবিবারের চেয়ে শারীরিক পরিস্থিতি ভালো। প্লাজামা থেরাপিতে সাড়া দিচ্ছেন অভিনেতা। 

করোনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবারের চেয়ে তাঁর শারীরিক অবস্থার সামন্য উন্নতি দেখা দিয়েছে, যাতে আশার আলো দেখছেন চিকিত্সকরা। কোভিড এনসেফেলোপ্যাথিতে ভুগছেন ৮৫ বছর বয়য়ী অভিনেতা। আপতত বেলেভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্রবাবু। হাসপাতাল সূত্রে খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে তাঁর, আজ এমআরআই করা হবে অভিনেতার।  চলছে প্লাজমা থেরাপির প্রক্রিয়াও। অবস্থার সামন্য উন্নতি হলেও এখনও সঙ্কটমুক্ত হন তারকা। 

গত সোমবার অভিনেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে।পরের দিন সকালেই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার থেকে অভিনেতার শারীরিক পরিস্থিতি আচমকা বিগড়ে যায়, এরপরই তাঁকে আটিইউতে স্থানান্তরিত করা হয় সৌমিত্রবাবুকে। শনিবার প্রথম দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয় অভিনেতাকে, রবিবার পরিস্থিতির সামান্য অবনতি হয়। এদিন দ্বিতীয় দফায় তাঁর প্লাজমা থেরাপি চলে। 

হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে সৌমিত্রবাবুর শারীরিক অস্থিরতা কিছুটা কমেছে। রক্তের অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ, তবে রক্তচাপ মাঝে-মধ্যে উঠানামা করছে। রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসায় ১২ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রয়েছেন দুইজন সরকারি হাসপাতালের চিকিত্সকও। প্রতি মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিত্সকরা।

রবিবার আচমকাই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার কথাও ভাবছিলেন চিকিত্সকরা তবে সেই তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। জানা গিয়েছে এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যা পরিস্থিতি চিকিত্সা বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় ‘একিউট কনফিউশনাল স্টেট’। কোভিড রিলেটেড এনসেফেলোপ্যাথি এবং মেটাবলিক এনসেফেলোপ্যাথি সমস্যা বাড়াচ্ছে অভিনেতার, সঙ্গে ইউরিনাল ট্র্যাকেও ইনফেকশন নজরে এসেছে চিকিত্সকদের। আগে থেকেই ফুসফুসের সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তা ভাবাচ্ছে মেডিক্যাল টিমকে। অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব এখনও কাটছে না, তাঁর জ্বর আসছে প্রায় ১০১ ডিগ্রী ফারেনহাইটের আশেপাশে, সঙ্গে রয়েছে শারীরিক অস্থিরতাও। 

বায়োস্কোপ খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.