হীরামান্ডি ধারাবাহিকে সব থেকে কুখ্যাত যে পুলিশ অফিসারকে দেখানো হয়েছিল সেই অফিসারের চরিত্রে সিরিজে দেখা গিয়েছিল জ্যাসন শাহকে। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি জানালেন বাস্তবেও তিনি সমান ভাবেই মদ, যৌনতা এবং মহিলাদের উপর আসক্ত ছিলেন। শার্দুলজি নামক একটি ইউটিউব চ্যানেলে দেখা গিয়েছে জ্যাসনকে। সেখানেই তিনি তাঁর বিভিন্ন নেশা এবং আসক্তির বিষয়ে কথা বলেন। জানান সেখান থেকে তাঁর বেরিয়ে আসার গোটা সফরটাই ভীষণ কঠিন ছিল। এমনকি তখন তিনি একাধিক ভুল সিদ্ধান্তও ভালো ভেবে নিয়েছিলেন বলে জানালেন।
আরও পড়ুন: 'পাবলিসিটির জন্য আমি...' শুভমনের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমা, সত্যিই কি সবটা PR স্টান্ট ছিল?
জ্যাসন ঠিক কী জানিয়েছেন?
এই সাক্ষাৎকারে জ্যাসন জানিয়েছেন 'আমার মদের নেশা ছিল। রোজ ২ থেকে আড়াই প্যাকেট সিগারেট খেতাম। মহিলাদের প্রতিও প্রবলভাবে আসক্ত ছিলাম। তবে সব থেকে কঠিন ছিল যৌনতার প্রতি আসক্তি। ওটা ছাড়তেই সব থেকে বেশি বেগ পেতে হয়েছিল।'
এই আসক্তি থেকে বেরিয়ে আসার গল্প ভাগ করে তিনি জানান, 'ঈশ্বর আছেন, আর ওঁর হাত আমার মাথার উপর ছিল বলেই আমি সব থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু সহজ ছিল না কিছুই। ভীষণই কঠিন ছিল কারণ সবেতেই না বলতে হতো। অনেকেই বলেন যা ভালো লাগে তাই করো। কিন্তু ওটা করেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করেছি। এই বুদ্ধি যাঁরা দেন খুব ভুল করেন। আমি তাই বলি কিছু করে ভালো লাগলে সেটা ঠিক কিনা ভাবুন।'
আরও পড়ুন: ওয়ার ২ -র অ্যাকশনে ঠাসা দ্বিতীয় শিডিউলের শ্যুটিং শুরু করলেন হৃতিক, সঙ্গে যোগ দিলেন কে?
হীরামান্ডি সিরিজটি সঞ্জয় লীলা বনসালির ড্রিম প্রজেক্ট বলা যায়। বহু বছরের অপেক্ষার পর এই বছর সেটি সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে। মোট ৮টি সিরিজ আছে সেখানে। এই গল্পে উঠে এসেছে হীরামান্ডি এলাকার মহিলাদের কথা, স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের কথা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, ফারদিন খান, তাহা শাহ বাদুশা, প্রমুখ।