মুক্তি পেল সঞ্জয় লীলা বানসালির নতুন ওয়েব সিরিজ হীরামান্ডি: ডায়মন্ড বাজার। ১ মে মুক্তি পেয়েছে এই সিরিজটি। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এটি। মুখ্য ভূমিকায় অভিনয়ে রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শেখর সুমন, ফারদিন খান প্রমুখ। প্রাক স্বাধীনতা যুগের সময়কে এই ছবিতে তুলে ধরা হয়েছে। আর এই সিরিজ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা দর্শকদের নজর কেড়েছে। তুমুল প্রশংসিত হচ্ছে পরিচালকের এই কাজটি।
হীরামান্ডি সিরিজের রিভিউ
এক দর্শক হীরামান্ডি সিরিজটি দেখে সেটিকে ম্যাজিক্যাল এবং দুর্দান্ত বলে আখ্যা দেন। কেউ আবার লেখেন এত নিখুঁত কাজ আগে দেখেননি। তৃতীয় জনের মতে এই সিরিজ ওটিটির বদলে বড় পর্দায় মুক্তি পাওয়া উচিত ছিল।
প্রসঙ্গত এই সিরিজের কাজ নয়। আজ থেকে ১৮ বছর আগে শুরু করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। তখন তিনি এই ছবির জন্য বর্তমান কাস্টের বদলে ভেবেছিলেন রেখা, করিনা কাপুর, রানি মুখোপাধ্যায় প্রমুখের কথা। এমনকি এই ছবিতে তিনি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, ফাওয়াদ খান, প্রমুখকে রাখতে চেয়েছিলেন। কিন্তু সেটাও সম্ভব হয়নি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গিয়েছে ছবির মুখ। প্রথমে তিনি এটিকে ছবি হিসেবে আনতে চেয়েছিলেন, পর সিরিজ আকারে মুক্তি দিলেন। গল্পে উঠে এসেছে প্রাক স্বাধীনতা যুগে লাহোরের নবাব এবং সেখানকার বাইজিদের কথা।
আরও পড়ুন: অনেক সময়ই খচে যান সাংবাদিকদের ওপর, জানেন কি একসময় জার্নালিস্টই হতে চেয়েছিলেন বার্থডে গার্ল অনুষ্কা
আরও পড়ুন: ফের শিমুলকে হত্যার চেষ্টা, পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়ল পলাশ? প্রকাশ্যে এল কি পরাগের সত্যিও?
সোনাক্ষী সিনহা কী বলেছেন হীরামান্ডি নিয়ে?
এই ছবির একটি গানে শ্যুটিং প্রসঙ্গে সোনাক্ষী হিন্দুস্তান টাইমসকে দেওয়া ইন্টারভিউতে জানিয়েছেন, ‘আমরা যা কোরিওগ্রাফি করেছিলাম সঞ্জয় স্যার শ্যুটের দিন এসে সব বদলে দিলেন। বললেন এক টেকে পুরোটা শ্যুট করা হবে। তার আগের চারদিন যা যা প্র্যাকটিস করেছিলাম সব ভুলে যেতে হল। সত্যি বলতে খুব চাপে ছিলাম কারণ এক টেকে পুরো শ্যুট করা মানে পুরো গান মুখস্থ করা। যাই হোক নিজেকে বোঝাই সব ভুলে যাও, এখন তুমি খালি ফারদিন, সোনাক্ষী নও। তারপর করে ফেললাম। যদিও ৪ টে টেক করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রথম টেকটাই রাখা হয়। জানি না সবটা কীভাবে হল কিন্তু পুরোটাই ম্যাজিকাল ছিল।’