রুপোলি পর্দায় পেরিয়ে প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। বহু প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল পরিচালকের 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে প্রাক-স্বাধীনতার যুগকে তুলে ধরলেন ‘পদ্মাবত’ পরিচালক। নেটফ্লিক্স ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে হীরামান্ডির ট্রেলার। গণিকাদের অন্দরমহলের কিছু ঝলক উঠে এল ট্রেলারে, সঙ্গে ষড়যন্ত্র, আবেগ,প্রেম এবং স্বাধীনতার জন্য লড়াই মিলে মিশে একাকার। আরও পড়ুন-সন্তানদের মৃত্যু, অবসাদ পেরিয়ে ১৪ বছর পর কামব্যাক, বনশালির হীরামান্ডিতে ফারদিনের লুক প্রকাশ্যে
হীরামন্ডি-র ট্রেলার
বনশালির হীরামান্ডি এমন এক দুনিয়া, যেখানে গণিকারাই রানি! মল্লিকাজানের (মনীষা কৈরালা) কোঠাকে ঘিরেই এগোয় এই সিরিজের কাহিনি। তিনি কাউকে ভয় না পান না। রূপসীদের গণিকা হয়ে ওঠার ট্রেনিং দেন মল্লিকাজান। তাঁর বিশ্বাস, পায়ে ঘুঙরু পরলেই কেউ পতিতা হয় না, দিন আর রাতকে রঙিন করে তোলার সব ছলা-কলা তাঁকে জানতে হয়। পুরুষকে বশে কীভাবে আনতে হয়, তা জানাটা জরুরি। নবাবদের মনে রাজত্ব করা এই পতিতারা বেজায় ক্ষমতাশালী, তাঁদের সমীহ করে চলে ব্রিটিশরাজ। তবে আচমকাই একদিন মল্লিকাজানের জগত উলোটপালোট হয়ে যায় ফরিদান (সোনাক্ষী সিনহা)-এর আগমনে।
মল্লিকাজানের চার রত্ন, অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা, শারমিন সাহগেল এবং সঞ্জিদা শেখ। সোনাক্ষী আর মণীষার মধ্যে যখন ক্ষমতা দখলের লড়াই তখন বাইরে ভারত ছাড়ো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে। মল্লিকাজানের বিব্বোজান (অদিতি রাও হায়দারি) স্বাধীনতার লড়াইয়ে যোগ দিচ্ছেন। জোর গলায় তাঁর ঘোষণা, ‘শুধু মুজরেওয়ালি নয়, আমাদের মুলকওয়ালিও হিসাবেও ভাবুন’।
মল্লিজানের ছোট মেয়ে আলমজেব (শারমিন সেগাল) নবাব তাজদারের (তাহা শাহ বাদুশা) পুত্রের প্রেমে বিভোর, হীরামন্ডি থেকে বেরিয়ে নতুন সংসার পাততে চায় সে। বিশ্বাসঘাতকতা, নিষিদ্ধ আকাঙ্ক্ষা, ব্যক্তি সংঘাত, স্বাধীনতার লড়াই আর সবকিছুকে ছাপিয়ে মল্লিকাজান আর ফরিদানের ইগোর লড়াই উঠে আসবে হীরামান্ডিতে।
ফারদিনের কামব্যাক
একঝাঁক নায়িকার পাশাপাশি এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে শেখর সুমন, ফারদিন খান, অধ্যয়ন সুমন, তাহা শাহ বাদুশার। এই ওয়েব সিরিজের হাত ধরেই ১৪ বছর পর পর্দায় ফিরছেন ফারদিন খান।
এই সিরিজে পরাধীন ভারতে গণিকাবৃত্তির ছবি এঁকেছেন সঞ্জয় লীলা বনশালি। এর আগে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতেও পতিতাদের কাহিনি তুলে ধরেছিলেন বনশালি। তবে সেটি ছিল বায়োপিক। ১৪ বছর ধরে হীরামান্ডি নিয়ে গবেষণা করেছেন বনশালি। ১লা মে নেটফ্লিক্সে মুক্তি পাবে আট এপিসোডে ভাগ করা এই সিরিজ।