MUMBAI : বলিউডে মাদকাসক্তির অভিযোগ তোলার বিরুদ্ধে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের পরে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে উঠে এসেছে হিন্দি ছবির জগতে মাদক ব্যবহার এবং তাই ঘিরে অপরাধচক্রের তত্ত্ব। সুশান্তের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন অভিনেত্রী কঙ্গনা রানাওত। সোমবার সংসদে বলিউডে সক্রিয় মাদকচক্র নিয়ে তদন্তের দাবি জানান অভিনেতা সাংসদ রবি কিষেণও।
মঙ্গলবার কঙ্গনা ও রবি কিষেণের নাম না করেও তাঁদের বিরুদ্ধে একহাত নিয়ে সংসদের বাদল অধিবেশনে তীব্র প্রতিবাদ জানান সপা সাংসদ জয়া বচ্চন। বলিউডের মানহানি করার চেষ্টা চলছে বলে কঙ্গণা ও রবি কিষেণকে কার্যত অকৃতজ্ঞ বলেন জয়া।
বুধবার জয়াকে সমর্থন জানিয়ে হেমা মালিনী বলেন, ‘এ ভাবে বলিউডের ভাবমূর্তি নষ্ট করা যায় না। পোশাকে দাগ লাগার মতোই এগুলি ছোটখাটো ঘটনা, যা আমাদের ধুয়ে ফেলতে হবে।’
একই সঙ্গে হেমা বলেন, ‘আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কেউ তার নামে কুৎসা রটালে কী ভাবে চুপচাপ বসে দেখব?’
এ দিন এনডিটিভি-র এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘বলিউড এক সুন্দর সৃজনশীল জগৎ। সেখানে শিল্প ও সংস্কৃতির চর্চা হয়। এই শিল্পই আমাকে নাম, যশ ও খ্যাতি দিয়েছে।’
গতকাল রাজ্য সভার প্রশ্নোত্তর পর্বে সপা সাংসদ জয়া বচ্চনও অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় বলিউডকে নিশানা করে গণপ্রহার শুরু হয়েছে। ক্ষুব্ধ জয়া বলেন, ‘যাঁরা সেখান থেকে খ্যাতি কুড়িয়েছেন, আজ তাঁরাই বলিউডের বদনাম করছেন। আমি এর সম্পূর্ণ বিরোধিতা করছি।’