ছবি শিকারীদের সামনে ছবি তোলা তো দূরের কথা, হাসতেও পর্যন্ত নারাজ থাকেন জয়া বচ্চন। অভিনেত্রীর এই ভাব ভাব দেখে প্রায়সই কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। তবে এবার জয়া বচ্চনের তালিকায় নাম লেখালেন আরও এক প্রবীণ অভিনেত্রী। তিনি হলেন হেমা মালিনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী নবরাত্রির একটি উৎসবে যোগ দিতে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে এত কাছ থেকে দেখতে পেয়ে ছবি তুলতে যান এক অনুরাগী। কিন্তু ছবি তোলা তো দূরের কথা, ক্যামেরার দিকে তাকাতেও নারাজ অভিনেত্রী।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
যদিও এরপর সেই নেটিজেন আরও কিছু দৃশ্য তুলে ধরেছেন তাঁর ভিডিয়োর মাধ্যমে এখানে দেখা যায়, অতিথি হয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন তিনি। কখনও আবার বক্তৃতাও দিচ্ছেন হেমা। সবকিছুই ঠিক আছে কিন্তু মুখে হাসি নেই অভিনেত্রীর। হেমা মালিনীর এই ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটপাড়া।
পোষ্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, আপনার কি দরকার ছবি তোলার? এত অপমানিত হওয়ার পর কেন ভিডিও করেছেন? অন্য একজন লেখেন, এত অবিকল জয়া বচ্চন। তৃতীয় একজন লেখেন, কেন অনুষ্ঠানে যান আপনারা যদি আপনাদের ব্যবহার ঠিক না থাকে? কেউ কেউ আবার বলছেন, এই অভিনেত্রীদের সঙ্গে ছবি তোলারই কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
তবে হেমা মালিনীর স্বপক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, ছবি তোলার আগে অন্তত অনুমতি নেওয়া উচিত ছিল। কেউ আবার লিখেছেন, ছবি তোলার আগে কিছু শিষ্টাচার জেনে নেওয়া উচিত আপনার। যখন তখন ছবি তোলা যায় না। কেউ কেউ আবার লিখেছেন, অভিনেত্রী হলেও যে ওনারা মানুষ সেটা আগে মাথায় রাখতে হবে। যখন তখন ছবি তোলা যায় না।।