বাংলা নিউজ > বায়োস্কোপ > Hera Pheri 3: আসছে ‘হেরি ফেরি ৩’, অক্ষয়-সুনীল-পরেশের জুটি থাকছে না বদলাচ্ছে?

Hera Pheri 3: আসছে ‘হেরি ফেরি ৩’, অক্ষয়-সুনীল-পরেশের জুটি থাকছে না বদলাচ্ছে?

জলদি আসছে ‘হেরা ফেরি ৩’। 

কমেডি সিনেমার দুনিয়ায় ‘হেরা ফেরি’ বরাবরই জনপ্রিয়। ২০০৬ সালের পর আর আসেনি এই সিরিজ। তবে পরিচালক নাদিয়াওয়ালা জানালেন জলদি আসছে থার্ড পার্ট। 

হিন্দি কমেডি সিনেমার মধ্যে ‘হেরা ফেরি’ এখনও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালের এই সিরিজ পা রাখতে চলেছে থার্ড চ্যাপ্টারে। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা সম্প্রতি এক সাক্ষাৎকারে আভাস দিয়ে গেলেন ‘হেরাফেরি ৩’ আসা নিয়ে। 

‘তোমরা পুরনো স্টার কাস্টকেই দেখতে পাবে-- অক্ষয়জি, পরেশভাই আর সুনীলজি। গল্প বাছা হয়ে গিয়েছে, আমরা তার উপর কাজ করছি আরও। পুরনো সাফল্যে বয়ে গেলে হবে না। বরং বিষয়বস্তু নিয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। গল্প, বিষয়বস্তু, চরিত্রগুলোর উপর আরও বেশি করে জোর দিচ্ছি।’, বলিউড হাঙ্গামাকে জানান নাদিয়াওয়ালা। 

২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’। ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। দুটো ছবিই হাসতে হাসতে পেটে ব্যথা ধরিয়েছে দর্শকদের। এমনকী, এখনও সিনেমার তিন চরিত্র নিয়ে তৈরি মিম চোখে পড়ে সর্বত্র। 

তবে ‘হেরাফেরি ৩’ নিয়ে এখনই বেশি কথা বলতে রাজি নন প্রযোজক। এমনকী, পরিচালনায় কাকে দেখা যাবে সেটাও জানাননি। বলেন, ‘কথা হচ্ছে। আমরা খুব জলদি অফিসিয়াল ঘোষণা করে দেব।’

প্রথম পার্টের পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। পরের পার্ট লিখেছেন ও পরিচালনা করেছেন নীরাজ বোরা। এরপর শোনা যায় ‘ড্রিম গার্ল’ পরিচালক রাজ শান্ডিল্য পরিচলনা করবেন ‘হেরা ফেরি ৩’। তবে নাদিওয়ালা জানিয়ে দেন এই খবর ভুল। সঙ্গে আরও জানান ২০১৪ সালেই হেরা ফেরি ৩ বানানো নিয়ে কথা চলছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়েন নীরাজ। তবে এবার জোরকদমে কাজ শুরু। 

বায়োস্কোপ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.