বাংলা নিউজ > বায়োস্কোপ > Raghav Chadha & Parineeti Chopra: স্বামী রাঘবের থেকেও নাকি বেশি টাকার মালিক পরিণীতি! জেনে নিন তাঁদের সম্পত্তির খতিয়া

Raghav Chadha & Parineeti Chopra: স্বামী রাঘবের থেকেও নাকি বেশি টাকার মালিক পরিণীতি! জেনে নিন তাঁদের সম্পত্তির খতিয়া

রাঘব-পরিণীতি

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গেই পড়াশোনা করেছেন পরিণীতি চোপড়া। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। সম্প্রতিক সময়ে মুম্বই ও দিল্লিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাঘব ও পরিণীতিকে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁঁরা। বাগদান অনুষ্ঠানের পর আর কোনওকিছুই চাপা থাকল না।

শনিবার দিল্লিতে ঘটা করে বাগদান সেরেছেন আপ সাংসদ, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। রাঘবের জীবনে এখন রাজনীতি পরিণীতি মিলেমিশে একাকার। পরিবার ও কিছু ঘনিষ্ঠ ব্যক্তিত্বের উপস্থিতিতে বাগদান সেরেছেন রাজনীতি ও অভিনয় দুনিয়ার এই তারকা জুটি। তবে জানেন কি এই দুই তারকার সম্পত্তির পরিমাণ ঠিক কত?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাঘব চাড্ডা শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন র্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ডেলয়েট, শ্যাম মালপানি এবং গ্রান্ট থর্নটনের মতো নামী আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ টাকা। রাঘবের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে, রয়েছে ৯০ গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য প্রায় ৪,৯৫,০০০ টাকা। তিনি সম্প্রতি ৩৭ লক্ষ টাকার একটি বাড়ি কিনেছেন।

আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী

আরও পড়ুন-আরও পড়ুন-Exclusive Parambrata: 'ফেলুদা' নিয়ে ট্রোলিং, টলিপাড়ায় আর্থিক কেলেঙ্কারি থেকে শিবপুর ছবি ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে হুমকি, সব নিয়েই মুখ খুললেন পরমব্রত...

এ তো গেল রাঘবের কথা, আর পরিণীতি?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে পরিণীতি চোপড়ার সম্পত্তির পরিমাণ স্বামী রাঘব চাড্ডার থেকেও বেশি। পরিণীতির সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। তাঁর আয়ের উৎস মূলত সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনের কাজ। এছাড়াও মুম্বইয়ের সমুদ্র সংলগ্ন একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে পরিণীতির। অডি, জাগুয়ারের মতো নামী সংস্থার ৪টি দামি গাড়ি রয়েছে।

জানা যাচ্ছে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গেই পড়াশোনা করেছেন পরিণীতি চোপড়া। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। যদিও সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায় অনেক পড়ে গিয়ে। সম্প্রতিক সময়ে মুম্বই ও দিল্লিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাঘব ও পরিণীতিকে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁঁরা। তবে শনিবার দিল্লিতে রাঘব-পরিণীতির বাগদান অনুষ্ঠানের পর আর কোনওকিছুই চাপা থাকল না। এবার শুধুই রাঘব ও পরিণীতির সম্পর্ক চূড়ান্ত পরিণীতি পাওয়ার অপেক্ষা…

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন