বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘পাঠান’-কে উপদেশ ট্রোলারের, ‘খবরদার’ শাহরুখের জবাব হু হু করে ভাইরাল নেটপাড়ায়!

‘পাঠান’-কে উপদেশ ট্রোলারের, ‘খবরদার’ শাহরুখের জবাব হু হু করে ভাইরাল নেটপাড়ায়!

শাহরুখ খান

সুদীর্ঘ চার বছর পর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন বলিউড বাদশা।

বুধবার একের পর এক সারপ্রাইজ ঝুলি থেকে বের করেছেন শাহরুখ খান। সুদীর্ঘ চার বছর পর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন বলিউড বাদশা। আর সেই ঘোষণা আরও স্মরণীয় করতে তুলতে বুধবার সন্ধ্যায় টুইটারে #AskSRK সেশনের আয়োজন করে ফেললেন শাহরুখ। ফ্যানেদের হাজারো প্রশ্নের ধৈর্য্য ধরে উত্তর দিলেন। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটপাড়া।

রুপোলি পর্দা থেকে দীর্ঘ তিন বছর তিন মাস দূরে শাহরুখ। গত বছরেই ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন এই বলিউড সুপারস্টার তা সবার জানা, কিন্তু অজানা কোনও কারণেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা থেকে বিরত ছিল প্রযোজনা সংস্থা। অবশেষে আজ সকালে শাহরুখের কামব্যাক ছবির ঘোষণা সেরে ফেলল যশ রাজ ফিল্মস। এদিন'পাঠান'-এর ঝলক দেখা গেল ঠিকই তবে দর্শন দিলেন না শাহরুখ। ছবির টিজারে আলো-আঁধারিতে আবছা শাহরুখ ধরা দিয়েছেন। ছবিতে শাহরুখের লুক কেমন হবে সেই নিয়ে একটা ধারণা অবশ্যই পেয়েছে ফ্যানেরা, তবে লম্বা চুলের শাহরুখকে দেখতে উদগ্রীব তারা। এক ভক্ত এদিন শাহরুখের কাছে প্রশ্ন রেখেছিল, 'কোথায় উধাও হয়ে গিয়েছিলে প্রিয়? সিনেমাতেই আসতে থাকো, খবরে নয়!' জবাবে শাহরুখ লেখেন, 'ঠিক আছে পরেরবার আমি 'খবরদার' হিসেবে হাজির হব। নিজের মন্তব্যের শেষে হ্যাশট্যাগ দিয়ে পাঠান-এর নামও লিখতে দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, গত বছর মাদক মামলায় জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের নাম। এরপর চলতি বছরের শুরুর দিকে হু হু করে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল লতার শেষকৃত্যে শাহরুখের দু-হাত উপরে তুলে ‘দোয়া’ করার ছবি।লতার মরদেহের সামনে ধর্মীয় রীতি মনে ‘দোয়া’ করেন শাহরুখ। এরপর মাস্ক খুলতে দেখা যায় কিং খানকে। শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন বলিউডের বাদশা। তাকেই কেউ কেউ ‘থুথু’ বলে ভুল করায় বিতর্কের সূত্রপাত।বিতর্কের সূত্রপাত এক বিজেপি নেতার টুইট ঘিরে। যিনি প্রকাশ্যেই প্রশ্ন তোলেন প্রার্থনার নামে লতা মঙ্গেশকরের মরদেহের উপর ‘থুতু ছেটাননি তো শাহরুখ?’ এই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আপাতত পাঠান’ মুক্তির অপেক্ষায় গোটা দেশ। মার্চেই স্পেনে যাচ্ছে ছবির গোটা টিম। ১৭ দিনের শ্যুটিং শিডিউল আছে সেখানে। আউটডোরে থাকবেন দীপিকা আর জনও। ২০২৩-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই হাইপ্রোফাইল ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

‘বন্দুক অন্যের কাঁধে দিয়ে প্রচারের মুখ হতে চাইছে’ কিঞ্জল? দিলেন ফেসবুকে জবাব সঞ্জুর ওপেনিং থেকে মায়াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোন ৫ বিষয়ে লক্ষ্য থাকবে গৌতির! শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুললেন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি… ধর্ষণের অভিযোগ, কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নিল কেন্দ্র পন্তের 'নাটকেই' T20 বিশ্বকাপ জয়? সকলের সামনে গোপন কথা ফাঁস করলেন রোহিতই! ‘মানুষ ভেবেছে আমি সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকি’! ছবি প্রচারে বিস্ফোরক স্বস্তিকা 'রাজ্য সরকারি হাসপাতালে আস্থা নেই, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চাই' 'RG করে পুলিশের অকর্মণ্যতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে', তুলোধোনা বোসের মৃত বাবার চাকরি হাতাতে ১০ বছরের ভাইকে খুন করল দিদি ‘রান পাচ্ছেন না,অধিনায়কত্ব ছেড়েছেন’, তবু বাবরকেই ট্রাম্প কার্ড মানছেন সৌদ শাকিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.