বাংলা নিউজ > বায়োস্কোপ > Kolkata Street theatre: জোড়াসাঁকোর গলিতে মুখোমুখি রবীন্দ্রনাথ আর মান্টো! আয়োজনে পদাতিক ও ট্রাইসিস

Kolkata Street theatre: জোড়াসাঁকোর গলিতে মুখোমুখি রবীন্দ্রনাথ আর মান্টো! আয়োজনে পদাতিক ও ট্রাইসিস

নাটকের ব্যাকগ্রাউন্ডহিসেবে বেছে নেওয়া হয়েছে ৯৩ বছরের পুরনো বাড়ি (ফেসবুক)

Kolkata Street theatre: জোড়াসাঁকোর গলিতে রবীন্দ্রনাথ আর মান্টোকে এবার দেখা যাবে একসঙ্গে। অভিনব পথনাটিকার আয়োজনে রয়েছে পদাতিক ও ট্রাইসিস ফাউন্ডেশন। নাটকের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে ৯৩ বছরের পুরনো বাড়িকে।

মান্টোর লাইন শোনা যাবে জোড়াসাঁকোর গলিতে। ভুল নয়, ঠিকই পড়ছেন। এমনটাই হতে চলেছে এবার এক নাট্যদলের উদ্যোগে। কলকাতার সংস্কৃতির একটি বিশেষ দিককে তুলে ধরতে চলেছে পদাতিক ও ট্রাইসিস ফাউন্ডেশন। এই দুই গোষ্ঠীর যৌথ উদ্যোগে এবার জোড়াসাঁকোর গলিতে সাদাত হাসান মান্টো থেকে রবীন্দ্রনাথ ধ্বনিত হবেন।

(আরও পড়ুন: কবে পালিত হবে পয়গম্বর মহম্মদের জন্মবার্ষিকী? কী বলছে সৌদি আরব)

তবে এই পথনাটিকাটির আয়োজনের ধরন একটু ভিন্ন। কারণ নাটকের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে ৯৩ বছরের পুরনো বাড়িকে। জোড়াসাঁকোর ভিতরে সেই বাড়ির সামনেই অনুষ্ঠিত হবে বিশেষ পথনাটিকা। এমন পুরনো বাড়ির সামনে নাটক আয়োজনের ভাবনাকে আরও পোক্তই করতে চান পরিচালক অনুভা ফতেপুরিয়া। একটা বিশেষ সময়কে তুলে ধরতে এই ধরনের বাড়িকেই প্রেক্ষাপটে রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই মাফিক থিয়েটারের নাম রাখা হয়েছে ‘হেরিটেজ এক্স থিয়েটার’। কলকাতার এক সময়ের সমৃদ্ধ ঐতিহ্যকেই ফুটিয়ে তোলা হবে নাটকের বিষয়বস্তুতে। একই সঙ্গে রাখা হবে তেমনই পুরনো কলকাতার প্রেক্ষাপট। 

(আরও পড়ুন: মেদিনীপুরের স্কুল থেকে আমেরিকার ল্যাব! অক্লান্ত গবেষণাই দেবব্রতকে এনে দিল ভাটনগর)

আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ নাটক। বিকেল চারটে বেজে ৪৫ মিনিটে শুরু হবে নাটক। নাটকের জন্য বেছে নেওয়া হয়েছে ওই এলাকার ৩৭ এ বারানসী ঘোষ স্ট্রিট ঠিকানার বাড়িকে। এই নাটকে অভিনয় করছেন জয়া শীল ঘোষ, অশোক সিং, অশোক মেহেরা, অনুভা ফতেহপুরিয়া, পলাশ চতুর্বেদী, সায়ক চক্রবর্তী, রোহিত বাসফোর, বলরাম ঝাঁ, সুমিত গোস্বামী, পারঙ্গদ সাউ, অন্তরা দাস, প্রমিতপ্রতিম ঘোষ প্রমুখ অভিনেতারা। 

বন্ধ করুন