অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসকে প্রধান হিসাবে বেছে নিয়ে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয় এবং অবশেষে এই নেওয়া সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেছেন। ঠিক এমন পরিস্থিতিতে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, বাংলাদেশের 'নতুন মন্ত্রিসভায় আমি মন্ত্রি হতে চাই'।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি
প্রসঙ্গত বিগত কয়েক বছরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভিনেতা ইউটিউবার হিরো আলম। প্রতিবারই কখনও প্রচারে, কখনও বা ভোটের দিন আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে নিগ্রহের স্বীকারও হয়েছেন তিনি। দাবি তুলেছিলেন, একপ্রকার জোর করেই তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে শুরু হয় ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের সরকারের বিরোধিতায় পথে নামেন হিরো আলম। শেখ হাসিনা দেশ ছাড়ার পর পথে নামেন তিনি। এবার বাংলাদেশ নয়া সরকার তৈরির পথে।
ইতিমধ্যে জানা গিয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) লাঞ্ছিত হন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সব শিল্পী-নির্মাতা-কলাকুশলী উপস্থিত হন বিএফডিসি প্রাঙ্গণে। সেই সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, চলচ্চিত্রের আঁতুরঘর গিয়ে সেখানে আগে থেকে উপস্থিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন হিরো আলম। এই সময় হঠাৎ করেই কিছু বিক্ষুব্ধ জনতা তাঁকে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই সেখান থেকে বের হয়ে যান হিরো আলম।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা নয়, 'কাছের মানুষ'-এর সঙ্গে ফের ধরা দিলেন রাহুল! রুকমাকে পাশে নিয়ে লিখলেন কী?
সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যে স্বতন্ত্র প্রার্থী হয়েই তিনি মন্ত্রিসভায় যেতে চান। তিনি বলেন, 'দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আমার থেকেই শুরু হোক। আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াব। আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না। আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না। আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙব না। আজ থেকে প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত করব।