বাংলা নিউজ > বায়োস্কোপ > দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ, ২৬ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন হিরো আলম

দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ, ২৬ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন হিরো আলম

নতুন গাড়ির সঙ্গে হিরো আলম (ছবি সংগৃহীত)

স্বপ্ন পূরণ হল হিরো আলমের।

অবশেষে স্বপ্ন পূরণ হল হিরো আলমের। দুই বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া স্টার তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুবাদে এখন তিনি বেশ পরিচিত। দীর্ঘ  দিন ধরে তাঁর স্বপ্ন ছিল নিজের গাড়ি কেনার। এবার সেই স্বপ্নই পূরণ হল হিরো আলমের। 

সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন এই সোশ্যাল মিডিয়া স্টার। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।’

হিরো আলম জানিয়েছেন, এই গাড়ি কেনার জন্য একটু একটু করে সঞ্চয় করেছিলেন তিনি। টয়োটা ফিল্ডার ২০১৮ সালের মডেল গাড়ি কিনেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় গাড়ির দাম ২৬ লক্ষ টাকা। তিনি জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াতে তাঁর বেশ অসুবিধে হয়। তাই নিজের সুবিধের জন্যই গাড়ি কিনেছেন। আরও পড়ুন: একাধিক নারীসঙ্গের কারণে দ্বিতীয় বিয়েও ভাঙতে বসেছে! কী বলছেন হিরো আলম?

এদিকে বেশ কিছুদিন ধরেই হিরো আলমের ঘর ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। রটেছে, তার স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হিরো আলম। তাঁর মন্তব্য, ‘বছর খানেক ধরেই তো আমরা সংসার ভেঙে যাচ্ছে নিয়ে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে। আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি।’

বন্ধ করুন