বাংলা নিউজ > বায়োস্কোপ > রবীন্দ্রসঙ্গীত গেয়ে রোষের মুখে! ‘শখে গেয়েছি, অফিসিয়াল না’, বললেন হিরো আলম

রবীন্দ্রসঙ্গীত গেয়ে রোষের মুখে! ‘শখে গেয়েছি, অফিসিয়াল না’, বললেন হিরো আলম

ফের সমালোচনা হিরো আলম

রবীন্দ্রসঙ্গীত গেয়ে নেটিজেনের রোষের মুখে ওপার বাংলার হিরো আলম।

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে নেটমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে হিরো আলম। বাংলাদেশের বগুড়ার ছেলে আশরাফুল হোসেন (হিরো আলম)। দুই বাংলায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন হিরো আলম। গানটি প্রকাশ্যে আসার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সঙ্গীতশিল্পী বেলাল খান বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলছেন, ‘ওর এই সব শিল্প মানহীন, কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।' কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকিও দিয়েছেন।

যদিও এ বিষয় বাংলাদেশের এক সংবাদমাধ্যমের কাছে হিরো আলমের মন্তব্য, ‘আমি অনেক গান গেয়েছি; কিন্তু রবীন্দ্রসঙ্গীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।’ আরও পড়ুন: দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ, ২৬ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন হিরো আলম

যেই গানটি ভাইরাল হয়েছে সেইটা কোনও অফিসিয়াল গান নয় বলে জানিয়েছেন তিনি। এই সোশ্যাল মিডিয়া তারকার কথায়, ‘আমি কেকে-কে স্মরণ করে একটা গান গেয়েছি। সেটা কাল রাতেই রিলিজ হয়েছে। আপনারা সেইটা শুনতে পারেন। রবীন্দ্রসঙ্গীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি, ওইটা অফিশিয়াল না।’

 

বন্ধ করুন