বাংলা নিউজ > বায়োস্কোপ > Hero Alom: ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি, কী বলছেন বাংলাদেশের নেটনাগরিকরা?

Hero Alom: ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি, কী বলছেন বাংলাদেশের নেটনাগরিকরা?

হিরো আলমের মূর্তি

কেউ আক্রমণ করে লিখেছেন, ‘গবেষণার প্রয়োজনে হিরো আলম এর দেহটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে মরণোত্তর দান করে যাবার জোর আহ্বান জানাই।’ কেউ লিখেছেন, ‘অনেকেই বলে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশ তার সদরদপ্তর।’ কেউ মজা করে লিখেছেন, ‘হিরো আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দেখতে চাই’। 

পুরো নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আর ওপার বাংলায় এই হিরো আলমকে নিয়ে চর্চার অন্ত নেই। কখনও তাঁর বেসুরো গানের গুঁতো নিয়ে সমালোচনা হয়েছে, পুলিশের তরফে গ্রেফতারও করা হয়েছে তাঁকে। কখনও আবার অভিনয় করে চর্চা এসেছেন। তারপরেও তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সম্প্রতি রাজনীতিতে পা রেখে বাংলাদেশের উপনির্বাচনে লড়ছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াছেন। যদিও ভোটে তাঁর হার-ই হয়েছে। সে যাই হোক, এত আলোচনা পর্যালোচনার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি।

চমকে উঠলেন তো?

খবরটা কিন্তু একেবারেই ভুল নয়। কারণ ছবি পোস্ট করে এমন দাবি করেছেন হিরো আলম নিজেই। লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরী হল আমার ভাস্কর্য।’ জানা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র উত্তম কুমার এই মূর্তিটি বানিয়েছেন। এমন ঘটনায় উচ্ছ্বসিত হিরো আলম। যিনি এই ভাস্কর্যটি বানিয়েছেন, সেই ছাত্র বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্টাডি ওয়ার্ক হিসাবে আমরা এমন অনেক কাজ করি। ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসাবেই আমি হিরো আলমের মূর্তিটি তৈরি করি। খরচ পড়ে ৪০ হাজার টাকা। তবে ভালো লাগার জায়গা থেকেই এই মূর্তিটি বানিয়েছি। আর হিরো আলমের চেহারার মধ্যে একটা অন্যরকম বিষয় আছে, যেটা ভাস্করদের ভালো লাগে। এদিকে মূর্তির পাশে ছবি দিয়ে হিরো আলমের এই পোস্ট ভাইরাল হয়েছে।

হিরোর পোস্টটি লাইক করেছে ২০৭k মানুষ কমেন্ট করেছেন ১১ হাজার জন। এমন পোস্টে ট্রোল করা শুরু করেছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। কেউ আক্রমণ করে লিখেছেন, ‘গবেষণার প্রয়োজনে হিরো আলম এর দেহটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে মরণোত্তর দান করে যাবার জোর আহ্বান জানাই।’ কেউ লিখেছেন, ‘অনেকেই বলে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশ তার সদরদপ্তর।’ কেউ মজা করে লিখেছেন, ‘হিরো আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দেখতে চাই’। কেউ বলেছেন, 'এটা‌ বাড়াবাড়ি'। কারোর কথায়, ‘ইতিহাসের নতুন সূচনা হিরো আলমের’।

 

বন্ধ করুন