বাংলা নিউজ > বায়োস্কোপ > Amrita-Arhaan: ‘আরহান ঠিক আমার স্বামীর মতো…’, বোনপোর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট অমৃতা

Amrita-Arhaan: ‘আরহান ঠিক আমার স্বামীর মতো…’, বোনপোর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট অমৃতা

মাসির সবচেয়ে কাছের মানুষ আরহান

Amrita Arora-Arhaan Khan: বোনপোকে ছাড়া অসম্পূর্ণ তিনি, অমৃতা জানালেন আরহান তাঁর আরেকটি সত্ত্বা। জীবনের সব কঠিন সমস্যায় বোনপোই পাশে থাকে, অকপট মালাইকার ছোট বোন। 

মালাইকা আরোরা এবং আরবাজ খানের একমাত্র পুত্র আরহান খান। খানদানের এই প্রজন্মের সবচেয়ে বড় ছেলে আরহান। মালাইকার নতুন টক শো ‘মুভিং ইন উইথ মালাইকা’য় বলিউডের মুন্নীর ব্যক্তিগত জীবনের নানান দিক উঠে এসেছে। লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করা আরহানকেও এই শো-তে দেখেছে দর্শক। ডিজনি প্লাস হটস্টারের এই শো-তে মায়ের চেয়ে বেশি মাসির প্রতি নিজের টানের কথা জানিয়েছেন আরহান। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘বরাবরই আমি আমু (অমৃতা)কে নিয়ে একচোখা। ও আমার দ্বিতীয় মা। কিন্তু মনে হচ্ছে ক্রমে ও তোমায় জায়গাও নিয়ে নেওয়ার চেষ্টা করছে। মানে নম্বর একে চলে আসছে।’

হ্যাঁ, মাসির প্রতি এতটাই টান আরহানের। উলটো দিকের পরিস্থিতিটাও একদম একরকম। বোনপো আরহান এখন লম্বায় তাঁকে ছাড়িয়ে গিয়েছে, একদিকে অমৃতার সবচেয়ে কাছের বন্ধু আরহান, পাশাপাশি তাঁর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। আরহান সম্পর্কে বলতে গিয়ে অমৃতা বলেন, ‘ওর প্রত্যেক বিষয় নিয়ে জীবনসম্পর্কে একটা অন্যরকম চিন্তাভাবনা রয়েছে। আরহান একদম আমার স্বামীর মতো, যে আমার জীবনের একটা স্তম্ভ। আমি ওর কাঁধে মাথা রেখে সব যন্ত্রণা ভুলতে পারি, মনে হয় সব ঠিক আছে। আমার সঙ্গে আরহানের সম্পর্ক দেখলে মনে হবে দুই ‘বেস্টি’, বরাবর আমরা ওইরকম। ঝগড়া করি, একে অপরকে সান্ত্বনা দিই, সবসময় একে অপরের দরকারে পাশে থাকি, আরহান আদতে আমারই একটা সত্ত্বা, একটু অল্প বয়সের'। 

আরও পড়ুন-TRP Non Fiction: রচনা একাই একশো! TRP-র লড়াইয়ে পিছিয়ে দেব, স্লট লিডার সারেগামাপা

২০১৭ সালে ১৮ বছর দীর্ঘ দাম্পত্য সম্পর্কে ইতি টানেন আরবাজ-মালাইকা। তবে ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে কোনও তিক্ততা নেই তাঁর। আরহান মায়ের সঙ্গে থাকলেও খান পরিবারের সঙ্গেও তাঁর যোগাযোগ অটুট। জীবনপথে অনেকটাই এগিয়ে গিয়েছেন মালাইকা, এখন অর্জুন কাপুরের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ তিনি। অন্যদিকে আরবাজও পছন্দের জীবন সঙ্গী খুঁজে নিয়েছেন, ২০ বছরের ছোট ইতালিয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে জমজমাট তাঁর রোম্যান্স। 

অন্যদিকে দিদির দেখাদেখি বলিউডে পা রেখেছিলেন অমৃতাও। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিতনে দূর কিতনে পাস’ ছিল অমৃতার ডেবিউ ছবি, এরপর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও সেভাবে দাগ কাটতে পারেননি অমৃতা। ২০০৯ সালে শাকিল লাদাককে বিয়ে করে অভিনয় কেরিয়ারে ইতি টানেন মালাইকার ছোট বোন। তাঁদের দুই সন্তান রায়ান এবং আজান। 

 

বন্ধ করুন